এবার ঋষভ পন্থের পাশে দাঁড়ালেন মহম্মদ শামি। চলতি আইপিএল চলাকালীন শাস্তি দেওয়া হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। এক ম্যাচ নির্বাসিত করা হয়েছিল পন্থকে। মন্থর বোলিং-এর কারণে শাস্তি দেওয়া হয় তাঁকে। আর এটাই পন্থের সঙ্গে অন্যায় হয়েছে বলে মনে করছেন শামি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে মহম্মদ শামি বলেন, “ ব্যক্তিগত ভাবে আমার মনে হয় প্রতিযোগিতার এই পরিস্থিতিতে অধিনায়ক না থাকা একটা দলের কাছে বড় ধাক্কা। আমরা অনেক বার দেখেছি, শেষ দিকে একটা ম্যাচে কোনও দলের ভাগ্য ঠিক হয়ে যেতে পারে।” এখানেই না থেমে শামি বলেন, “ আমি মানছি দিল্লি ক্যাপিটালস মন্থর বল করেছে। তাদের শাস্তি প্রাপ্য। কিন্তু শুধু অধিনায়ককে শাস্তি দেওয়ায় আমি বিস্মিত। ম্যাচ রেফারি দিল্লিকে বড় ধাক্কা দিয়েছেন। এটা অন্যায় হয়েছে। বিশেষ করে আইপিএলের পরিস্থিতি বিচার করা উচিত ছিল। অনেকেই নিয়মের কথা বলছে। কিন্তু আমার মনে হয় এটা ঠিক হয়নি।”
গতকাল পন্থকেই ছাড়াই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি। দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন অক্ষর প্যাটেল। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮৭ রান করে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় দিল্লি।

আরও পড়ুন- ভারতীয় দলের কোচের পদে নতুন করে আবেদন করতে আর আগ্রহী নন দ্রাবিড় : সূত্র
