Thursday, November 13, 2025

হাস্যকর হলফনামা, “ভুয়ো” বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস বারাসাতের বিজেপি প্রার্থী!

Date:

ওপেন ইউনিভার্সিটি বা মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে পাস হওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন! কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নাকি উচ্চমাধ্যমিক পাস করেছেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, নির্বাচনী হলফনামায় এমনই অবাক করা তথ্য দিয়েছেন তিনি! তবে বিস্ময়ের অবশ্য এখানেই শেষ নয়, যে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী, সেই বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বই নেই ভূভারতে। অর্থাৎ, “ভুয়ো” বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন স্বপন মজুমদার! স্বাভাবিকভাবেই বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। ভোটের মুখে যা নিয়ে পদ্ম শিবিরের অন্দরে অস্বস্তি বাড়ল।

বারাসতের বিজেপি প্রার্থীকে নিয়ে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। তাঁর বিরুদ্ধে একাধিক রাজ্যে রয়েছে একাধিক ফৌজদারী মামলা। জেলেও যেতে হয়েছে তাঁকে। হলফনামায় সেই তথ্যও জমা দিয়েছেন স্বপন মজুমদার। জানা গিয়েছে, এবার লোকসভায় প্রার্থী হতে একবার নয়, দু’বার হলফনামা জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। সেখানে লেখা রয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন ‘রবীন্দ্র ভারতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়’ থেকে। এরকম বিশ্ববিদ্যালয়ের নাম শুনেই আকাশ থেকে পড়ছেন তাবড় শিক্ষা বিশারদরা। কারণ, এরকম কোনও বিশ্ববিদ্যালয়ের কথা তাঁদের জানা নেই। তৃণমূল বলছে, নির্বাচনী হলফনামায় সবসময় সঠিক তথ্য জমা দিতে হয়। কিন্তু বিজেপি প্রার্থী শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা দাবি করেছেন, তা হাস্যকর ছাড়া আর কিছু নয়। বিশ্ববিদ্যালয় থেকেও যে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া যায়, তা বিজেপির সৌজন্যেই সবাই জানল বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে জোড়াফুল শিবির!

 

Related articles

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...
Exit mobile version