Tuesday, August 26, 2025

ইতিহাস গড়ল ম্যানসিটি , টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন গুয়ার্দিওলার দল

Date:

Share post:

নতুন ইতিহাস গড়ল ম্যানঞ্চেস্টার সিটি। রবিবার ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে, টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেন ফিল ফডেন, আর্লিং হালান্ডরা। লিগের ১৩৫ বছরের পুরনো ইতিহাসে এর আগে আর কোনও দল টানা চার মরশুম খেতাব জিততে পারেনি। এর আগে অ্যাস্টন ভিলা এবং লিভারপুল পাঁচ মরশুমে চারবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল।

গতকাল ঘরের মাঠে খেলা মিনিট দুয়েক গড়াতে না গড়াতেই ম্যান সিটিকে এগিয়ে দিয়েছিলেন ফডেন। সতীর্থ বের্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের রকেটের মতো শটে জাল কাঁপান তিনি। ১৮ মিনিটে ফডেনের গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। জেরেমি ডোকুর পাস থেকে বল পেয়েছিলেন ফডেন। তবে বিরতির আগেই মহম্মদ কুদুসের গোলে ১-২ করে দিয়েছিল ওয়েস্ট হ্যাম। যদিও ৫৯ মিনিটে রদ্রির গোলে জয় খেতাব নিশ্চিত করে ফেলে পেপ গুয়ার্দিওলার দল। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন ম্যান সিটি কোচ ও ফুটবলাররা। ৩৮ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল ম্যান সিটি।

অন্যদিকে, এভারটনকে ২-১ গোলে হারালেও দ্বিতীয় স্থানে থেকেই লিগ শেষ করল আর্সেনাল। তাদের পয়েন্ট ৩৮ ম্যাচে ৮৯। ৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। এদিন শেষ ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে উলভসকে। লিভারপুলের কোচ হিসেবে এটাই ছিল জুরগেন ক্লপের শেষ ম্যাচ। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন- এবার মাহির অবসর নিয়ে মুখ খুললেন চেন্নাই কর্তা, কী বললেন তিনি?

spot_img

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...