Thursday, January 29, 2026

কখনও বাইক কখনও টোটো, ভোটকেন্দ্র পরিদর্শনে ব্যতিক্রমী তৃণমূল প্রার্থী দেব

Date:

Share post:

তিনি বরাবরই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করেন। ঘাটাল লোকসভা কেন্দ্র (Ghatal Constituency) থেকে গত দুবার তৃণমূল কংগ্রেসের টিকিটের জয়ী হয়েছেন অভিনেতা দেব (Dev ) ওরফে দীপক অধিকারী। নিজের লোকসভা কেন্দ্রের মানুষকে কথা দিয়েছেন এবার জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবেন। ভোটের আগে সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে মিশে প্রচার সেরেছেন। কখনও কোন খারাপ মন্তব্য করেননি। ভোটের দিন একটু বেলার দিকে নিজের কার্যালয় থেকে বেরিয়ে বিভিন্ন বুথ পরিদর্শনে অন্যরকম মেজাজে ধরা দিলেন সুপারস্টার। কখনও হেলমেট মাথায় দিয়ে বাইকে চেপে ঘুরলেন আবার কখনও টোটোতে চালকের পাশেই বসে পড়লেন। একদিকে যখন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) গুন্ডামি করছেন বলে সাধারন মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক তখন ঠান্ডা মেজাজে হাসিমুখে বাইকে চড়ে ভোট কেন্দ্র পরিদর্শনে ঘাটালের তৃণমুল প্রার্থী দেব (Dev)।

ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এদিন বাইকে চড়ে ৭১ নম্বর বুথ দৌলতচক প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পৌঁছে যান। তাঁকে দেখে সাধারণ মানুষ এবং লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা উচ্ছ্বসিত হন। কাউকে নিরাশ না করে ধৈর্য ধরে ভোটারদের সেলফির আবদার মিটিয়েছেন নায়ক।

দেব বলছেন, ঘাটালের মনসুকা ঝুমি নদী পেরিয়ে দৌলতচক ৭১ নম্বর বুথে যাওয়ার জন্য গাড়ি যাওয়ার সমস্যা হওয়ায় দলীয় কর্মীর বাইকে চড়ে ওই বুথে পৌঁছে যান তিনি। হিরণকে ঘিরে এত যে বিক্ষোভ তাকে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী। তিনি বলছেন সকাল থেকে হিরণ কী মন্তব্য করবেন, কী খাবেন সেটা নিয়ে মাথাব্যথা করার সময় বা ইচ্ছে তাঁর নেই। অনেক মানুষের কাছে পৌঁছাতে হবে সেটাই মূল লক্ষ্য। হিরন যা করছেন সবটাই প্রচার পাওয়ার স্বার্থে, মত দেবের (Dev)। তিনি বলেন, যে সমস্ত জায়গায় জনসংযোগ সম্ভব হয়নি সেখানেই তিনি পৌঁছে যাচ্ছেন বাইকে চড়ে। দেবের কথায় তিনি যেহেতু জনপ্রতিনিধি তাই কখনোই উচিত নয় নিয়ম ভাঙ্গা। তাই মাথায় হেলমেট পরার বিষয়টির দিকেও জোর দিচ্ছেন তিনি।

 

spot_img

Related articles

টিনের শেড সরিয়ে দেহাংশের খোঁজ, আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১! 

আনন্দপুরে মোমো কারখানা ও ডেকোরেটার্সের গোডাউনে অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

মুখোমুখি দেব-জিৎ, বাংলা ছবির প্রথম ৬ মাসের সিনে ক্যালেন্ডার প্রকাশ স্ক্রিনিং কমিটির 

ইমপার (eastern India motion pictures association) অফিসে আয়োজিত স্ক্রিনিং কমিটির মিটিংয়ে খোশ মেজাজে গোটা টলিউড (Tollywood)। বুধবারের ছবিটা...

আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য, অজিতের বাসভবনে সকাল থেকে ভিড় কর্মী – সমর্থকদের

বিমান দুর্ঘটনায় (Plane Accident) প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারকে (Ajit Pawar) শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তাঁর...

আজকের রাশিফল

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি...