Tuesday, November 25, 2025

তীর্থযাত্রী বোঝাই বাসে ট্রাকের ধাক্কা! যোগীরাজ্যে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

Date:

Share post:

ফের যোগীরাজ্যে (Yogi State) ভয়াবহ পথ দুর্ঘটনা! সূত্রের খবর, শনিবার রাতে তীর্থযাত্রী বোঝাই একটি বাস (Bus) দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ইতিমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত কমপক্ষে ১০ জন। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন রাতে রাস্তার উপরেই পার্ক করা ছিল বাসটি। এরপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি (Truck) সজোরে বাসটিকে ধাক্কা মারে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে পাল্টি খায় বাসটি।

পুলিশ সূত্রে খবর, সুড়কি বোঝাই ছিল ট্রাকটি। পাশাপাশি বাসটিতে ১২ জনেরও বেশি তীর্থযাত্রী ছিলেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে খুতার থানা গোলা বাইপাসে ঘটে যায় দুর্ঘটনা। এদিন সীতাপুর থেকে পূর্ণগিরি যাওয়ার পথে শাহজাহানপুরের একটি ধাবায় থেমেছিল বেসরকারি বাসটি। তীর্থযাত্রীরাই তখন বাস থেকে নেমে আশপাশে যেতেই সুড়কি বোঝাই ট্রাকটি বাসটিকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে পাল্টি খায় বাসটি। এদিকে দুর্ঘটনার জেরে ট্রাকের চাকায় পিষ্ট হন তীর্থযাত্রীরা। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগ মহিলা ও শিশু রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। যদিও এরপর ঘণ্টা তিনেকের চেষ্টায় ট্রাকের নীচ থেকে বেশ কয়েকজনের দেহ টেনে হিঁচড়ে বের করা হয়। উদ্ধারকারী দলের সদস্যরা একটি ক্রেনের সাহায্যে ট্রাকের নিচে চাপা পড়া তীর্থযাত্রীদের দেহ বের করে আনেন।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে খবর আসে গোল বাইপাস রোডে সুড়কি বোঝাই ট্রাকটি একটি বাসকে ধাক্কা মেরেছে। যার জেরে উলটে গিয়েছে বাসটি। দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতদের সকলকেই মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘাতক ট্রাকের চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

spot_img

Related articles

নিয়ম ভেঙে পরীক্ষা নিলে শো-কজ! সাসপেনশনও হতে পারে প্রধান শিক্ষকদের, কড়া নির্দেশ পর্ষদের 

এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও...

পড়ে গিয়ে পা ভাঙল কুণালের: মঙ্গলে অস্ত্রোপচার, চোট মাথাতেও

পড়ে গিয়ে ফের পা ভাঙল তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার, সকালে বাথরুমে (Bathroom)...

জিতুর সঙ্গে সমস্যার জের, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া!

অনেক রটনা আর অনেক জল্পনার শেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল। মনে করা হচ্ছিল পারস্পারিক মনোমালিন্য আর তিক্ততার জেরে...

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের...