Monday, May 19, 2025

সায়নীকে নিয়ে বর্ণাঢ্য রোড শো অভিষেকের, বারুইপুরের রাস্তায় জনসুনামি

Date:

Share post:

শেষদফার প্রচারের বাকি আর একদিন। বুধবার, জনসভার পর সন্ধেয় যাদবপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সায়নী ঘোষের (Saoni Ghosh) হয়ে রোড শো করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সাড়ে সাতটা নাগাদ বারুইপুরে খাসমোল্লিক থেকে পদ্মপুকুর সোনারতরী পর্যন্ত সায়নীকে পাশে নিয়ে ট্যাবলোতে ব়্যালি করেন অভিষেক। ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ স্থানীয় নেতারা। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। পথের দুধারে উপচে পড়ছে মানুষ। অভিষেককে একঝলক দেখতে রাস্তার পাশাপাশি বাড়ির বারান্দা, ছাদেও ভিড়ে করেন স্থানীয়রা।রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- যেখানেই রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেখানেই রাস্তায় জনজোয়ার। এদিন সন্ধেতেও তার ব্যতিক্রম হল না। খাসমোল্লিক থেকে পদ্মপুকুর সোনারতরী পর্যন্ত রাস্তা কার্যত চলে যায় তৃণমূলের দখলে। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। অভিষেককে একঝলক দেখতে ভিড় জমান সবাই। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানায় উপস্থিত জনতা। অভিষেক প্রত্যুত্তর দেন। গোলাপ ফুলের পাপড়ি উড়িয়ে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উদ্বেল হয়ে ওঠে জনতা। কার্যত জনসুনামিতে ভেসে সন্ধেয় ব়্যালি করেন অভিষেক-সায়নী। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

লোসকভা নির্বাচনের আগে থেকেই বাংলাজুড়ে সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রায় ৩ মাস ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ জনসভা, রোড শো করছেন অভিষেক। শেষ দফায় ভোট তাঁর নিজের কেন্দ্রেও। তিনি আগেই জানিয়েছিলেন, আগামী ৭দিন থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনাতেই। এর মধ্যেও দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন দলের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।







spot_img

Related articles

উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন থেকে চিকেন্স নেকের দায়িত্ব: কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী

একদিকে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব তাঁর কাঁধে। অন্যদিকে রাজ্যবাসীর নিরাপত্তার দায়িত্বও রয়েছে। সব মিলিয়ে এবারের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (north Bengal)...

আন্দোলন হিংস্র কেন হবে: চাকরিহারা শিক্ষকদের জন্য রাজ্যের অবস্থান ব্যাখ্যা অভিষেকের

লাগাতার বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। সরকারি সম্পত্তি নষ্ট থেকে সরকারি কর্মীদের শারীরিক নিগ্রহ, কোনও অভিযোগই...

প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

পাকিস্তান বিরোধী প্রতিটি পদক্ষেপে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।...

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...