রবিবার শপথ মোদির, শপথের সময় নিয়ে টানাপোড়েন

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টায় মোদি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন।

সপ্তাহান্তেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি! সব ঠিকঠাক থাকলে, ৯ জুন, অর্থাৎ আগামী রবিবার সন্ধ্যায় দিল্লিতে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই নিয়ে তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন মোদি। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোদি। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে নতুন সরকার গঠনের দাবি জানান তিনি।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টায় মোদি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। সেই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল হাজির থাকবেন। মূল অনুষ্ঠানে দেশ-বিদেশসহ প্রায় ৮ হাজার বিশিষ্ট অতিথি উপস্থিত হবেন।এখনও পর্যন্ত শপথের দিন ও সময় নিয়ে পর্যালোচনা চলছে। কারণ বিদেশি অতিথিদের নির্ঘণ্ট নিয়ে চুলচেরা বিচার চলছে। পরিস্থিতি যা, সন্ধ্যার জায়গায় সকালেই সেরে ফেলা হতে পারে শপথ পর্ব। কারণ অনেক বিদেশি অতিথিই রবিবার সন্ধ্যার মধ্যে ফিরতে আগ্রহী বলে জানা গিয়েছে। সেই কারণে শপথের সময় নিয়ে টানাপোড়েন চলছে।





Previous articleপ্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল! প্রথম বাঁকুড়ার কিংশুক, বাড়ল পাশের হার
Next articleবিচারের আগেই অমৃতা সিনহার বেঞ্চের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন! PIL গেল প্রধান বিচারপতির বেঞ্চে