শিয়ালদহ শাখায় সপ্তাহের শেষে বিরল রেল বিভ্রাট। তার জেরে ভিড় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। শিয়ালদহ শাখার মেন লাইনে টিটাগড় স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ২২ বছরের ওই যুবকের মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকদের দাবি আঘাতের পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় যুবকের।

টিটাগড়ের বাসিন্দা মহম্মদ হাসান আনসারি (২২) সেক্টর ফাইভে চাকরি করেন। মেন লাইনে শিয়ালদহ শাখার ট্রেন ধরে প্রতিদিন যাতায়াত করত সে। শুক্রবারও অফিস যাওয়ার সময় টিটাগড় থেকে ট্রেনে ওঠে। কিন্তু ট্রেনের বিভ্রাটে ভিড় ট্রেনের ভিতরে ঢুকতে পারেনি। সে লোকাল ট্রেনের দরজায় ঝুলে ছিল। সেই অবস্থায় একটি পোস্টে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়।


স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যুবক। ডাক্তারদের দাবি, পড়ে যাওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। স্থানীয় যুবকরা মৃত্যুর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে হাসপাতালে। সামাল দিতে হিমসিম খায় পুলিশ।
