Friday, January 30, 2026

কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলায় মৃত ১০, শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভোট মিটতেই ফের অশান্ত স্বর্গরাজ্য। রবিবার রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা নিয়ে চাঞ্চল্য দেশজুড়ে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন প্রায় ৩০ জনের কাছাকাছি।

রবিবারের এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই ঘটনার তদন্ত চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের এই বাসটি। সেই সময়ে হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কিছুক্ষনের মধ্যেই ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই এই মুহূর্তে মনে করছে পুলিশ।

আরও পড়ুন- কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলা! মৃত ১০

সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে এখনও। তারাই এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হামলাকারীদের সন্ধানে ওই এলাকাগুলিতে অভিযান চালানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জঙ্গিদের গুলিতে তীর্থযাত্রীদের অনেকেই গুরুতর আহত হয়েছেন।

যদিও ভোটের আবহেও জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা হয়েছিল। গত ১৯ মে দুটি জায়গায় গুলি চলেছিল। শোপিয়ানের হুরপোরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এক নেতা। এছাড়া দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে জখম হয়েছিলেন এক পর্যটক দম্পতি। আজ নরেন্দ্র মোদীর শপথগ্রহণের দিনেই এমন এক ঘটনা কাঙ্খিত নয়।

 

 

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...