রাম-বামের মধ্যে পার্থক্য নেই, ক্ষোভ উগরে জনপ্রিয় সিপিএম নেতার তৃণমূলে যোগদান!

লোকসভা ভোটের (Loksabha Election) ফল বেরোনোর পর থেকেই দল বদলের হিড়িক। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হারতেই গোটা কোচবিহার বিজেপি “শূন্য” হয়েছে। এবার তৃণমূলে (TMC) যোগ দিলেন সিপিএমের (CPIM) পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য পঙ্কজ রায় সরকার। এক সময় এলাকার জনপ্রিয়। দক্ষ সংগঠক হিসেবে পরিচিত পঙ্কজ রায় সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে ‘অনু্প্রাণিত’ হয়ে তৃণমূলে যোগ দিলেন বলেই জানিয়েছেন সদ্য প্রাক্তন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। দলবদলে পঙ্কজ বললেন, ”বামের ভোট রামে যাচ্ছে, রামের নেতাই বামে রয়েছে। সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাতের সামনে প্রতিবাদ করলেও কোনও পদক্ষেপ করা হয়নি। সারা ভারত বর্ষ জুড়ে বামপন্থী দল ধর্মের বিরুদ্ধে লড়াই করবে এটা মেনে নিয়ে কি দলে থাকা যায়! সেজন্যই দল ছেড়েছি”।

দু্র্গাপুরে দলের কার্যালয়ে প্রাক্তন সিপিএম নেতার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যর মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন রাজ্যের আরও মন্ত্রী প্রদীপ মজুমদার ,বর্ধমান -দুর্গাপুর কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ জেলায় দলের শীর্ষ নেতারা।

প্রাক্তন শিল্পমন্ত্রী প্রয়াত নিরুপম সেনের স্নেহভাজন ছিলেন পঙ্কজ। তাঁর কথাতেই নাকি ইসিএলে চাকরি ছেড়ে হয়েছিলেন সিপিএমের সর্বক্ষণের কর্মী! মূলত দুর্গাপুরে সিপিএমের সংগঠন দেখাশোনার দায়িত্ব ছিল পঙ্কজের ওপর। সঙ্গে রাজ্য সিপিএম আইটি সেলের দায়িত্বও। লোকসভা ভোটের পর দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন সেই পঙ্কজই।


Previous articleকিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! চলতি সপ্তাহেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের
Next articleযেমন কথা তেমন কাজ, জিতেই আরামবাগের উন্নয়নে ঝাঁপালেন মিতালি