বোলারদের দাপটে উইমেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের সহজ জয়

প্রথমে ব্যাট করে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮৬ রান করতে সক্ষম হয়

মঙ্গলবার যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসে মহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স সাত উইকেটে হারাল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে । অধিনায়ক মিতা পল ১৫ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নেন। মূলত, তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পাশাপাশি তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের হয়ে প্রিয়সি আইচ ১১ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। অনন্যা হালদার মাত্র ১৮ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন।

প্রথমে ব্যাট করে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮৬ রান করতে সক্ষম হয়। তাদের পক্ষে সর্বোচ্চ রান করেন ব্রিস্টি মাজি (২৯) এবং প্রিয়াঙ্কা বালা (২৯)। জবাবে, লাক্স শ্যাম কলকাতা টাইগার্স স্বাচ্ছন্দ্যে লক্ষ্য তাড়া করে, ১৪.৫ ওভারে ৩ উইকেটে ৮৯ রান করে। ইপ্সিতা মন্ডল (২৮) এবং মমতা কিস্কুর ২৭ রান করে তাদের দলকে জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা নেন। শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে স্নিগ্ধা বাগ দুটি উইকেট নেন।