জবরদখল সরকারি খাস জমি ফেরাতে সব থানাকে পদক্ষেপের নির্দেশ রাজ্য পুলিশের ADG-র

কোথাও সরকারি খাস জমি জবরদখল হলে সরকারি নীতি মেনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সব থানাকে নির্দেশ দিল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জরুরি ভিত্তিতে ডাকা এক প্রশাসনিক বৈঠকে জমি দখল কড়া হাতে রুখতে নির্দেশ দেন। এর পরেই শুক্রবার, রাজ্য পুলিশের ADG আইনশৃঙ্খলা মনোজ ভর্মা ভবানী ভবনে সব জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন।বুধবারের বৈঠকে সরকারি জমি দখলকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, সরকারি জমি দখল কোনওভাবেই মানা হবে না। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে সরকারি জমি নিয়ে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট (Report) তলব করেছেন মুখ্যসচিব। সোমবারের মধ্যে সেই রিপোর্ট হাতে চান বলে জানিয়েছেন মমতা (Mamata Banerjee)।

এদিন বৈঠকে কোথাও জমি দখলের ঘটনায় রাজনৈতিক রং না দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আটকানোর ব্যবস্থা করার নির্দেশ দেন মনোজ ভর্মা। আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে হবে বলেও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ADG। পুলিশের তরফে জমি সংক্রান্ত বিষয়ে তাঁর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হয়েছে বলেও সূত্রের খবর। পাঁচ সদস্যের এই কমিটিতে তিনি ছাড়াও মনোজ পন্থ, প্রভাত মিশ্র, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল রয়েছেন।





Previous articleহজযাত্রায় এবছর মৃত্যু গতবারের অর্ধেক, দাবি বিদেশমন্ত্রকের
Next articleনিজের গদি সামলাতে ‘দিল্লির গুডবুকে’ থাকার চেষ্টা! মুখ্যমন্ত্রীকে চিঠি দিতেই রাজ্যপালকে তোপ কুণালের