Sunday, August 24, 2025

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতে আরেক মেগা ম্যাচ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও পর্তুগাল। মহারণে যাবতীয় নজর দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কিলিয়ান এমবাপের দ্বৈরথের দিকে। দু’জনের পায়েই গোলের খরা। সিআর সেভেন টুর্নামেন্টে এখনও গোল করেননি। এমবাপে জালে বল জড়িয়েছেন একবার, তাও আবার পেনাল্টি থেকে। শুধু এমবাপে নন, ফরাসি স্ট্রাইকারদের পায়েই গোল নেই। শেষ পাঁচটি ম্যাচে কোনও ফিল্ড-গোল করতে পারেনি দিদিয়ের দেশঁর দল। চলতি ইউরোয় শেষ দুই ম্যাচে গোল নেই পর্তুগালেরও। শেষ চারে ওঠার লড়াইয়ে রোনাল্ডো, এমবাপের কাছে গোল চায় দল।

ফরাসি শিবির চিন্তিত এমবাপেকে নিয়ে। কারণ, প্রথম ম্যাচে নাকভাঙার পর সতর্কতা হিসেবে মাস্ক পরে খেলতে গিয়ে অস্বস্তিবোধ করছেন ফরাসি তারকা। মাস্ক বদলেও নাকি সমস্যা হচ্ছে এমবাপের। চোখের পাশের কিছু দেখতে অসুবিধা হচ্ছে। শেষ ষোলোর ম্যাচে মাস্ক পাল্টেছেন। কিন্তু পাঁচবার গোল করার মতো অবস্থায় থেকেও সুযোগ নষ্ট করেছেন।

রোনাল্ডোর পরিস্থিতি আবার আলাদা। টিমকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন। বারবার জায়গা বদলে বিপক্ষ ডিফেন্ডারদের বিভ্রান্ত করে গোলের রাস্তা তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন। উঠে-নেমে দলকে সাহায্য করছেন। প্রথম ম্যাচে সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজকে দিয়ে গোলও করিয়েছেন। কিন্তু শেষ ষোলোয় স্লোভেনিয়ার বিরুদ্ধে সিআর সেভেনের পারফরম্যান্সে হতাশ হয়েছেন ভক্তরা। যার যেরে রোনাল্ডোকে ফ্রান্স ম্যাচে বসানোর দাবি তুলেছে পর্তুগিজ মিডিয়া।

পর্তুগিজ শিবির অবশ্য রোনাল্ডোর ফর্ম নিয়ে চিন্তায় নেই। বরং অধিনায়কের শেষ ইউরোতে ট্রফি উপহার দিতে চায় তারা। লেফট ব্যাক নুনো মেন্ডেস বলেছেন, ‘‘রোনাল্ডোর শেষ ইউরো। এটা ওকে উপহার দিতে পারার চেয়ে ভাল কিছু আর হয় না। আমরা নিজেদের উজাড় করে দেব ওকে ট্রফি দেওয়ার জন্য।’’ এমবাপেকে আটকানোর ব্যাপারে আশাবাদী পিএসজি-তে তাঁর সতীর্থ থাকা নুনো। বলেছেন, ‘‘কিলিয়ানের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। ওর শক্তি, দূর্বলতা জানি। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।’’

আরও পড়ুন- আজ ইউরোতে হাইভোল্টেজ ম্যাচ, মুখোমুখি স্পেন-জার্মান


Related articles

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...
Exit mobile version