শহরে অমর্ত্য সেনের সঙ্গে সাক্ষাতে বাম নেতারা! নোবেল জয়ীর পরামর্শ নিলেন বিমান-সেলিমরা

নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) সঙ্গে সাক্ষাৎকার করলেন বাম নেতারা। শহরের একটি হোটেলে অমর্ত্য সেনের সঙ্গে দেখা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, পার্টির পলিটব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব। তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায় ঘন্টা দেড়েক আলোচনা হয়।

 

জানা গিয়েছে, সমকালীন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তাঁর ভাবনা এবং বাংলার বাম আন্দোলন সম্পর্কে অমর্ত্য সেনের (Amartya Sen) পরামর্শ নেন বাম নেতারা। সাক্ষাতের পরে সোশ্যাল মিডিয়ায় ফলাও পোস্টও করতে দেখা গিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে।

 

সোশ্যাল মিডিয়ায় সেলিম লেখেন, “নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে দু ঘন্টা সময় কাটালাম। তিনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাঁর বিস্ময়কর স্মৃতি, অসাধারণ জ্ঞান, চিন্তাভাবনা এবং বাংলার বাম আন্দোলন সম্পর্কে গভীর আগ্রহ সব নিয়ে আমরা আজ অনেক কিছু পেলাম তার কাছ থেকে।”

আরও পড়ুন:বঙ্গ বিজেপিতে সঙ্ঘের চাপ, রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে জগন্নাথ!