Monday, May 19, 2025

পাঁচ বছরে দেশে সার আমদানির তথ্য দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল

Date:

Share post:

লোকসভার চলতি বাজেট অধিবেশনে (Loksabha Session)বিরোধীদের একের পর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এনডিএ সরকারের মন্ত্রীদের। রাজ্যসভাতেও সেই একই ছবি। এবারের বাদল অধিবেশনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং বঞ্চনার বাজেটের বিরুদ্ধে সরব হয়েছেন। পাশাপাশি গত ৫ বছরে সরকারের কাজকর্মের খতিয়ান নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের একের পর এক প্রশ্ন করে চলেছেন। এবার রাসায়নিক ও সার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর কাছে অভিষেক জানতে চান, দেশে যে হারে সার উৎপন্ন হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কি আমদানি হচ্ছে? গত পাঁচ বছরে ভারতে কত টাকার সার আমদানি হয়েছে? লিখিত জবাবে পরিসংখ্যান জানালেন মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল (Anupriya Patel)।

লোকসভায় কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশে সার উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমদানি বাড়ছে।গত পাঁচ বছরে দেশে প্রায় ১লক্ষ ৫৯ হাজার কোটি টাকার সার আমদানি করা হয়েছে বলে দাবি তাঁর। ডায়মন্ড হারবারের সাংসদের প্রশ্নের উত্তরে অনুপ্রিয়া জানান, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, এবং ২০২৩-২৪ আর্থিক বছরে যথাক্রমে, ১৪ হাজার ৪৯ কোটি ,২৫,০৪৯.৬২ কোটি, ৫০,২৫০.৪০ কোটি , ৪১,৩৬৫.৬ কোটি এবং ২৮,১৯৩.৯৪ কোটি টাকা মূল্যের ইউরিয়া আমদানি করা হয়েছে। অবশ্য রাষ্ট্রমন্ত্রী দেশে সার উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সরকারের পদক্ষেপের তালিকা দিয়ে জানিয়েছেন যে সার আমদানি কমছে। তিনি জানিয়েছেন, ২০১৪-১৫ আর্থিক বছরে ইউরিয়া উৎপাদন বার্ষিক ২২৫ লক্ষ মেট্রিক টন থেকে ২০২৩-২৪ আর্থিক বছরে ৩১৪.০৯ লক্ষ মেট্রিক টনে পৌঁছেছে। রেকর্ড ইউরিয়া উৎপাদন বৃদ্ধির ফলে ২০২৩-২৪ আর্থিক বছরে ইউরিয়ার আমদানি হ্রাস পেয়েছে।


spot_img

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...