লাগাতার গণ আন্দোলনের পর অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বাংলাদেশের সেনাবাহিনীর উপরই আস্থা রাখছেন আন্দোলনরত জনতা থেকে সাধারণ মানুষ। হাসিনার পদত্যাগের পর উৎসবের মেজাজও দেখা গিয়েছে বাংলাদেশে। কার্যত অস্তিত্ব সংকটে ভুগছে আওয়ামী লীগ। এদিকে প্রধান ওয়াকার-উজ-জামান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের সদস্যদের নিয়ে বৈঠক করেন। যদিও সেখানে হাসিনার দল আওয়ামী লীগের কোনও প্রতিনিধি ছিলেন না। তবে সেনা সদরের এই বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল (Asif Nazrul)। সেখানে তিনি আন্দোলনরত ছাত্রজনতাকে ধৈর্য ধরতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। হাসিনার পদত্যাগ পর নিজের ফেসবুক পেজে দেওয়া ৩৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

আসিফ নজরুল (Asif Nazrul) বলেন, “আমরা এখন আর্মি চিফের (সেনাবাহিনীর প্রধান) সঙ্গে একটা আলোচনায় আছি। আমি যতটুকু ওনার (সেনাপ্রধান) সঙ্গে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে, আমাদের ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তা উনি বুঝতে পেরেছেন। আশা করছি, আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। ছাত্র, জনতা ও যুবসমাজের প্রতি আমার অনুরোধ, আপনারা শান্তিশৃঙ্খলা বজায় রাখুন, ধৈর্য ধরুন। এ দেশটা আমাদের। এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হবো।”

কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে বড় ভূমিকা পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল। এ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে অংশও নিয়েছিলেন তিনি। এই আন্দোলনকে কেন্দ্র করে আসিফ নজরুল আজ, সোমবার সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন তিনি। যদিও সেটা একটু ভিন্নধর্মী পোস্ট। এ ধরনের আন্দোলন বা রাজনৈতিক বিভিন্ন অঘটনকে কেন্দ্র করে বাংলাদেশে দেখা যায় সংখ্যালঘু কোনও হিন্দু এলাকা, মন্দির বা অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটে।

তাই বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে সংখ্যালঘুদের বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্তক করে পোস্ট করেন আসিফ নজরুল। তিনি লিখেছেন, “কোনও হিন্দু এলাকা বা মন্দির যেন আক্রান্ত না হয়। তাদের বুক দিয়ে রক্ষা করুন। কোনও ফাঁদে পা দেবেন না।”

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, সব দায়িত্ব নিয়ে ঘোষণা বাংলাদেশ সেনাপ্রধানের
