Friday, December 5, 2025

বনধের মোকাবিলায় সক্রিয় রাজ্য সরকার, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Date:

Share post:

আরজি কর কাণ্ডের জেরে আগামীকাল অর্থাৎ ১৬ আগস্ট এসইউসিআই ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ডেকেছে। অন্যদিকে বিজেপি ২ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে। কিন্তু এই বন্‌ধ-সংস্কৃতি রাজ্য সরকারের ‘নীতিবিরুদ্ধ’। এই জোড়া বনধের মোকাবিলায় এবার সক্রিয় হল রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার নবান্নের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের কোনও প্রভাব পড়বে না রাজ্যজুড়ে। পরিবহণ পরিষেবা শুক্রবার স্বাভাবিক থাকবে। যান চলাচল যাতে কোনও ভাবেই ব্যাহত না নয় সেই বিষয়টি নিশ্চিত করতে স্টেট ট্রান্সপোর্ট অথরিটি (এসটিএ)-র সচিবকে সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সুসংগতভাবে করতে বলা হয়েছে। সমস্ত অপারেটরকে পরিবহণ বিভাগের নির্দেশ মেনে চলতে হবে।’ শুধুমাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির মত কয়েকটি ব্যতিক্রমী কারণ ছাড়া ওইদিন কেউ ছুটি নিতে পারবেন না, বাধ্যতামূলকভাবে অফিসে আসতে হবে। বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে একথাও জানানো হয়েছে, কেউ ছুটি নিলে বেতন কাটার পাশাপাশি তাঁর চাকরি জীবন থেকে একদিন কাটা যাবে।

পরিবহণ দফতরের তরফেও আলাদা নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধেয় ৬টা পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। পরিবহণ নিগমগুলির ডিরেক্টর এবং সংগঠনগুলিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ১৬ অগস্টের জন্য কর্মীদের সমস্ত অনুমোদিত ছুটি বাতিল করা হয়েছে।

এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বহুবার। বন্‌ধ সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ও জীবিকায় প্রভাব ফেলে। সেই নীতি মেনেই নবান্নের তরফে রাজ্যের মুখ্যসচিবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে এমন পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে।

 

spot_img

Related articles

ভিন রাজ্যে ট্রফি জয় অব্যাহত ডায়মন্ডহারবারের, শুভেচ্ছা অভিষেকের

কয়েক দিনের ব্যবধানে ফের ট্রফি জিতল ডায়মন্ডহারবারএফসি( Diamond Harbour Football Club)। অসমের ডিগবয়ে বোডোউসা ট্রফি জিতেছে ডায়মন্ডহারবার (...

পাইলটদের ছুটিতে কোপ, যাত্রী সুরক্ষার সঙ্গে আপোষ DGCA-র!

ইন্ডিগোর চরম বিশৃঙ্খলার জেরে কার্যত ধসে পড়েছে বিমান পরিষেবা (Flight Service)। এবার পরিস্থিতি সামাল দিতে পাইলটদের ছুটিতে কাঁচি...

সিপিএমের দলীয় কার্যালয়ে বিজেপির ব্যানারে CAA-SIR সহায়তা ক্যাম্প! তুঙ্গে রাজনৈতিক তরজা

রাম-বাম(BJP-LEFT) আঁতাতের কথা বহুবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। এবার চার চাক্ষুষ প্রমাণ মিললো হাবড়ায়। সিপিএমের...

হুমায়ুনের বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না আদালত, নিরাপত্তার দায়িত্ব রাজ্যের

মুর্শিদাবাদে বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন হুমায়ুন...