Tuesday, December 2, 2025

পৃথক প্রশাসনের দাবিতে কুকিদের মহামিছিল, মনিপুরে ব্যাকফুটে বিজেপি

Date:

Share post:

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তপ্ত মনিপুর (Manipur)। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh)একটি অডিও ক্লিপ ঘিরে নতুন করে বিক্ষোভ শুরু উত্তর পূর্বের রাজ্যে (ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। জাতিদাঙ্গায় ক্ষত শুকোতে না শুকোতেই কুকি (Kuki)সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে শিরোনামে মনিপুরের মুখ্যমন্ত্রী। কুকি সম্প্রদায়ের অভিযোগ যেভাবে তাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে তাতে এই প্রশাসনকে আর ক্ষমতায় রাখা উচিত নয়। অবিলম্বে ভিন্ন প্রশাসনের দাবি করেছেন তাঁরা। মেতেইদের তরফে পৃথক রাজ্যের পক্ষেও জনমত সংগঠিত করার খবর মিলছে।

কুকি জো সম্প্রদায়ের সদস্যরা শনিবার মনিপুরের চুরাচাঁদপুর এবং কাংপোকপি জেলায় জনসভা করে একটি পৃথক প্রশাসনের দাবিতে সরব হন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ভাইরাল অডিও ক্লিপগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ বিশাল সংখ্যায় এই সম্প্রদায়ের মানুষ রাস্তায় নামেন। লেইশাং (চুরাচাঁদপুর জেলা), কেইথেলমানবি (কাংপোকপি) এবং মোরেহতে (টেংনোপাল) অনুষ্ঠিত সমাবেশগুলিতে কুকি-জো সম্প্রদায়কে ‘গণহত্যা এবং জাতিগত ভাবে নির্মূল করার’ মন্তব্যের বিরুদ্ধে পৃথক প্রশাসনের দাবি জোরালো হয়। কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন আহ্বানে মিছিল ও সভার সময় রাজ্যের একাধিক বেসরকারি অফিস, শিক্ষাক্ষেত্র ও বাজার-দোকান বন্ধ রাখার ফতোয়া জারি করা হয়। পাশাপাশি গেরুয়া মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়।বীরেন সিং জানান, চুরি-দুর্নীতি বাঁ রাষ্ট্রবিরোধী কোনও কাজ করেননি তাই পদত্যাগের কোনও প্রশ্নই নেই। আগামী ৬ মাসের মধ্যে রাজ্যে শান্তি ফিরে আসবে বলেও দাবি করেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, জাতিদাঙ্গা শুরুর পর গত পনেরো মাসে যত কর্মসূচি হয়েছে শনিবারেরটি তারমধ্যে সবচেয়ে বড়। গোটা কুকি সমাজ এই কর্মসূচিতে অংশ নিয়েছে।


spot_img

Related articles

হরমনপ্রীতকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, নতুন আয়োজনের ভাবনা বিশ্ববিদ্যালয়ের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে বড় পরিবর্তন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা...

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...