নিজাম প্যালেসের সার্ভিস কোয়ার্টারে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন 

মঙ্গলের সকালে কলকাতার নিজাম প্যালেসের (Nizam Palace) সার্ভিস কোয়ার্টার থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবাসিকরা কোয়ার্টার ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের তিনটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ এসেছে বলে জানা যাচ্ছে। হতাহাতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

অন্যদিকে ভোর রাতে পাতিপুকুরের বন্ধ পেপার বোর্ড মিলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের খবর মিলেছে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের দশটি ইঞ্জিন। আগুন নেভাতে হাত লাগান স্থানীয় রায়। বন্ধ মিলে কী করে আগুন লাগলো তার তদন্তের ফরেনসিক বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী।


Previous articleআজই সন্দীপ ঘোষকে আদালতে পেশ CBI- এর!
Next articleফের ট্রেনে আগুন আতঙ্ক! খড়্গপুর রাঁচি ফাস্ট প্যাসেঞ্জারের কামরার নীচে ধোঁয়া