উত্তরপ্রদেশ রয়েছে উত্তরপ্রদেশেই (Uttarpradesh)। ধর্মের তাস খেলে সাধারণ মানুষের উপর অত্যাচারে যোগীরাজ্য বরাবরই শিরোনামে। এবার রেহাই পেল না শিশুও। উগ্র হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে পদ্মনেতারা মাছ-মাংস খাওয়া বন্ধের নিদানের পর এবার স্কুলের টিফিনে আমিষ খাবার আনার অপরাধে নার্সারীর পড়ুয়াকে সাসপেন্ড করলেন স্কুলের প্রিন্সিপাল। এই কাজের স্বপক্ষে যুক্তি সাজিয়ে শিশুর মাকে কার্যত হুমকি দিয়ে বলা হয় যে, ‘এমন পড়ুয়াকে স্কুলে পড়ানো হবে না যারা বড় হয়ে মন্দির ভাঙতে পারে’! এটাই গেরুয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশ। ডাবল ইঞ্জিন রাজ্যের আসল চরিত্র ফের প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়ায় (Social media)ভাইরাল প্রিন্সিপালের ভিডিও।

উত্তরপ্রদেশের আমরাহা জেলায় (Amraha District, Uttarpradesh) অনৈতিক কারণে ৭ বছরের শিশুকে সাসপেন্ড করলো স্কুল। পড়ুয়ার মায়ের সঙ্গে প্রিন্সিপালের বাদানুবাদের ভিডিও ভাইরাল হতেই গোটা বিষয়টি সকলের নজরে আসে। স্কুল কর্তা জানান যে শিশুটি টিফিনে রোজ আমিষ খাবার আনেন এবং সকলের সঙ্গে তা শেয়ার করে। এখানেই শেষ নয়, ওই ছাত্র হিন্দু থেকে মুসলিমে ধর্মান্তরিত হওয়ার কথা ক্লাসের বাকি ছাত্রদের বলেছে বলে অভিযোগ ‘অমানবিক’ প্রিন্সিপালের। এতে ‘ধর্মবিরোধী’ মানসিকতা লুকিয়ে আছে বলে তাঁর ধারণা। আর সেই কারণেই তিনি সাত বছরের পড়ুয়ার নাম রেজিস্টার থেকে কেটে দিয়েছেন! যদিও ওই শিশুর মা স্পষ্ট জানিয়েছেন যে, স্কুলের এক পড়ুয়া তাঁর ছেলেকে মারধর করলে কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি।সেই বিষয়টি ধামাচাপা দিতেই ভুলভাল যুক্তি দেখিয়ে তাঁর সন্তানকে সাসপেন্ড করা হয়েছে। জেলা স্কুল ইন্সপেক্টরকে খবর দেওয়া হয়েছে। ভাইরাল ভিডিও দেখে তদন্তে পুলিশ।
