আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের বিচার-সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। মঙ্গলবার, থেকে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে বসেছেন তাঁরা। সেখানেই তাঁদের ইমেইল করে বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তা উপেক্ষা করে ধিক্কৃত হয়। এবার নিজেরাই একগুচ্ছ শর্তদিয়ে আলোচনায় বসতে চেয়ে নবান্নে (Nabanna) মেইল পাঠালেন তাঁরা। বুধবার জুনিয়ার ডক্টর তরফ থেকে আলোচনা চেয়ে ভোর ৩টে ৫০ মিনিটে মেইল পাঠানো হয়।
- অন্তত তিরিশ জন প্রতিনিধিকে আলোচনায় ডাকতে হবে
- আলোচনা লাইভ টেলিকাস্ট করতে হবে
- চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার দ্রুত বিচার
- দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি
- সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে তদন্ত করতে হবে
- তথ্য লোপাটের জন্য যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে তদন্ত করতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে
- স্বাস্থ্য সচিব, ডিএমই, হেল্থ সার্ভিসেসের ডিরেক্টরের ইস্তফা দাবি
- কলকাতার পুলিশ কমিশনর বিনীত গোয়েল, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল ইস্তফার দাবি
তাঁদরে পাশে থাকার জন্য নাগরিক সমাজকে ধন্যবাদ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
