ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট, অশ্বিন-জাড্ডুর ব্যাটিং-এর দাপটে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া, দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৩৯

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ঘুরে দাঁড়াল ভারত। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তাদের ব্যাটের দাপটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ৬ উইকেট হারিয়ে ৩৩৯। শতরান অশ্বিনের। ১০২ রানে অপরাজিত তিনি। ৮৬ রানে অপরাজিত জাড্ডু।

সকালে মাত্র ৩৪ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে ধুঁকছিল টিম ইন্ডিয়া। এক সেশনে ১০০ রানও তুলতে পারেনি যারা, দিনের শেষে সেই অ্যাডভান্টেজ সেই মেন ইন ব্লুর। ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। যশস্বী জসওয়ালকে সঙ্গী করে ওপেন করতে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ক্রিজে যশস্বী থাকলেও, ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত। ৬ রানে ফিরে যান তিনি। এরপর শুভমন গিল নামলেও, রানের খাতা খুলতে পারেননি তিনি। বিরাট কোহলিও করান ৬ রান । ৩৯ রান করেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর টেস্ট দলে প্রত্যাবর্তন করলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। ১৬ রান করে আউট হন রাহুল। ৫৬ রান করেন যশস্বী। একটা সময় যখন মনে হচ্ছিল বাংলাদেশের বোলার হাসান মাহমুদ, রানের বোলিং-এ কুপোকাত ভারত, ঠিক সেই সময় দলকে টেনে তুললে অশ্বিন-জাদেজা জুটি । ১০২ রানে অপরাজিত অশ্বিন। ৮৬ রানে অপরাজিত জাড্ডু। ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা অলরাউন্ডার। এদিকে বাংলাদেশের হয়ে ৪ উইকেট হাসান মাহমুদের। একটি করে উইকেট নাহিদ রানা এবং মেহদি হাসান মির্জার।

আরও পড়ুন- পারফরম্যান্সে সমালোচিত শুভাশিস, মুখ খুললেন স্ত্রী কস্তুরী ছেত্রী


Previous articleটাকী বয়েজ স্কুলে সীতারাম ইয়েচুরির স্মরণসভায় স্মৃতিমেদুর কুণাল
Next articleশুভবুদ্ধির উদয় হোক! রাজনীতি না করে জুনিয়র চিকিৎসকদের দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর