Saturday, November 1, 2025

আজ আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে নামছে মহামেডান, প্রতিপক্ষ গোয়া

Date:

Share post:

আজ আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ এফসি গোয়া। আইএসএলের অভিষেক ম্যাচে শুরুটা ভাল হয়নি মহামেডান স্পোর্টিংয়ের। ঘরের মাঠে লড়াই করেও সংযুক্ত সময়ের গোলে হার মানতে হয়েছে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডের কাছে। শনিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে দ্বিতীয় হোম ম্যাচ খেলতে নামছে মহামেডান। এবার সামনে শক্তিশালী এফসি গোয়া। সাদা-কালো শিবির ফলাফল নিয়ে ভাবতে চায় না। সতর্ক মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ জানিয়ে দিয়েছেন, আইএসএলের মতো কঠিন লিগে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা দেখতে চান ফুটবলারদের মধ্যে। রুশ কোচের আশঙ্কা ক্লান্তিকে।

গোয়ার মতো আইএসএলে অভিজ্ঞ ও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে চেরনিশভ জানালেন, আক্রমণে ধার ও তীব্রতা আরও বাড়াতে হবে তাঁদের। মহামেডানের রুশ কোচ বলেন, ‘‘নর্থইস্টের বিরুদ্ধে ৭০ মিনিটের পর ছেলেরা একটু ক্লান্ত হয়ে পড়েছিল। কয়েকজনের পেশিতে টানও ধরে। ছেলেদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। আইএসএলের মতো প্রতিযোগিতায় শেষ মুহূর্ত পর্যন্ত তীব্রতার সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। তা নাহলে ভাল ফল করা কঠিন হবে। শেষ বাঁশি না বাজানো পর্যন্ত হাল ছাড়া যাবে না।’’

দলের সবাই সুস্থ রয়েছেন। শুক্রবার যুবভারতীতে অনুশীলনে মহামেডান কোচ সেট পিস অনুশীলনে জোর দেন। সেট পিস থেকে গোলের মহড়াও চলে। প্রতিপক্ষ গোয়া তাদের প্রথম ম্যাচে এগিয়ে থেকেও শেষে দু’গোল খেয়ে ম্যাচ হারে। চেরনিশভ বলেন, ‘‘এফসি গোয়া আইএসএলের অন্যতম সেরা দল। প্রথম ম্যাচ ওরা যেভাবে শুরু করে তাতে মনে হয়েছিল, পাঁচ গোলে জিততে পারে। কিন্তু ১৫-২০ মিনিট পর থেকে গোয়ার খেলার অবনতি হয়। ওদের খেলার বিশ্লেষণ করে আমাদের তৈরি হতে হবে। প্রতি ম্যাচে আমাদের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে হবে।’’

আরও পড়ুন- কোপার ফাইনালে পৌঁছাতে নাকি রেফারির সাহায্য নিয়েছিলেন মেসি, বিস্ফোরক স্বীকারোক্তি সেই রেফারির


spot_img

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...