Saturday, January 10, 2026

নিয়ে যাওয়া হচ্ছিল ময়নাতদন্তে, মৃতদেহ বলল, “আমি তো বেঁচে আছি”!

Date:

Share post:

মৃত্যু হয়েছে ধরে ঘোষণা করে দিয়েছেন চিকিৎসক (Doctor)। দেহ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তে। ঠিক তখনই ঘটে গেল হাড়হিম করা ঘটনা। লাফিয়ে উঠে মৃতদেহ বলে উঠল “আমি তো বেঁচে আছি”। দেহ উঠে বসতেই আঁতকে ওঠেন হাসপাতালের কর্মীরা। বিহারের (Bihar) নালন্দা জেলার শরিফ হাসপাতালের (Hospital) ঘটনা। সূত্র মারফত তথ্য অনুসারে, ওই ব্যক্তিকে হাসপাতালের শৌচাগারের দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপরই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় প্রশ্নের মুখে বিজেপিশাসিত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা।হাসপাতাল সূত্রে খবর, সাফাইকর্মী পরিষ্কার করতে গিয়ে দেখেন হাসপাতালের (Hospital) দোতলার শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ। ধাক্কাধাক্কি দেওয়ার পরেও দরজা কেউ খোলেনি। শেষে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে দেখা যায় শৌচাগারের মেঝেয় পড়ে এক যুবক। ডাকলেও সাড়া মেলেনি তাঁর। ডেকে আনা হয় চিকিৎসককে। তিনি পরীক্ষা করে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এদিকে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ হাসপাতালের শৌচাগারে পড়ে রয়েছে খবর ছড়িয়ে পড়ে। ভিড় জমে যায় হাসপাতালে।

আরও খবর: তিলজলায় শিশুকে যৌন নির্যাতন ও খুনে এক বছরে ফাঁসির সাজা আদালতের

এদিকে, হাসপাতালের কর্মীরা যখন দেহ ময়নাতদন্তের জন্য তড়িঘড়ি শুরু করেছে, সেই সময়ই সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়ায় ওই যুবক। তাঁকে এভাবে উঠে দাঁড়াতে দেখে আঁতকে ওঠেন সকলে। পরে মৃতকে এভাবে বেঁচে উঠতে দেখে হাসির রোল ওঠে হাসপাতাল চত্বরে। রাকেশ কুমার নামে এক যুবক হাসপাতালে এসেছিলেন ওষুধ কিনতে। হাসপাতালে পিছনে বসেই সে নেশা করছিল। তার পরে বাথরুমে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তবে একজন জীবিত যুবককে চিকিৎসক মৃত বলে ঘোষণা করলেন কী করে তা নিয়ে প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ।









spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...