Monday, May 19, 2025

আইএসএল-এ প্রথম জয় মহামেডানের, অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ানকে হারাল ১-০

Date:

Share post:

২০২৪-২৫ আইএসএল-এ প্রথম জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন চেন্নাইয়ান এফসির ঘরের মাঠে চেন্নাইয়ানকে হারলো ১-০ গোলে । সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোল ফানাই-এর। এই জয়ের ফলে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট পকেটে পুরল আন্দ্রে চেরনিশভের দল।

আইএসএল-এর প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল খেয়ে হার। দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এক পয়েন্ট। আইএসএল-এর অভিষেকেই নজর কেড়েছে মহামেডান। এদিন তৃতীয় ম্যাচে নেমেছিল চেন্নাইয়ান-এর বিরুদ্ধে। আর চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য ছিল সাদা-কালো ব্রিগেডের। যেই ভাবনা সেই কাজ। প্রথম অ্যাওয়ে ম্যাচে ঐতিহাসিক জয় পেল সাদা-কালো ব্রিগেড। ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় চেরনিশভের দল। ম্যাচের ৩৩ মিনিটে সুযোগ চলে আসে মহমেডানের সামনে। প্রতিপক্ষ ডিফেন্সের ভুলে বল পান অ্যালেক্সিস গোমেজ। সামনে শুধুই গোলকিপার। এগিয়ে আসছিলেন চেন্নাইয়ান এফসি গোলকিপার শমিক মিত্র। তাঁকে কাটিয়ে গোলের আরও কাছে অ্যালেক্সিস গোমেজ। যদিও তাঁর বাঁ পায়ের শট পোস্টে লাগে। এরপর আক্রমণে ফের ঝাঁপায় মহামেডান। যার ফলে ৩৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। আবারও লং বল। চেন্নাইয়ানের দুই ডিফেন্ডারের ভুল বোঝাবুঝিতে বল পান লালরেমসাঙ্গা ফানাই। গোলকিপার শমিক আবারও এগিয়ে যেতে বাধ্য হন। গোলকিপারকে কাটিয়ে ডানদিক থেকে বাঁ দিকে চলে আসেন ফানাই। দুর্দান্ত ফিনিশে ১-০ এগিয়ে দেন মহামেডানকে। এরপর আক্রমণে গেলেও, প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে চেরনিশভের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে মহামেডান। ম্যাচের ৭৮ মিনিটে মহামেডানের স্ট্রাইকার অ্যালেক্সিস গোমেজ চকিত শট নেন। গোলরক্ষক শমিকের হাতে রক্ষা পায় চেন্নাইয়ান। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করে মহামেডান। নাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।

আরও পড়ুন- দলে নাকি বাড়তি সুবিধা দেওয়া হয় বিরাট-রোহিতকে, দ্বিতীয় টেস্টের আগে বিস্ফোরক অভিযোগ ভারতীয় এই প্রাক্তন ক্রিকেটারের

 

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...