জয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করল ভারতীয় দল। এদিন প্রথম ম্যাচে বাংলাদেশকে হারাল ৭ উইকেটে। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট হার্দিক পান্ডিয়ার। বল হাতে দাপট অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তীর।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করতে নেমে ১২৭ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মেহদি হাসান মিরাজ। ৩৫ রানে অপরাজিত তিনি। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান । ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীর। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদভ এবং ওয়াশিংটন সুন্দর।


জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে হার্দিক পান্ডিয়া। ৩৯ রানে অপরাজিত তিনি। ২৯ রান করেন সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং মেহদি হাসান মিরাজের।

আরও পড়ুন- মহিলা টি-২০ বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারত, পাকিস্তানকে হারাল ৬ উইকেটে

