ব্যাকটেরিয়াদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি নিয়ে সম্প্রতি উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ করেছে ইন্ডিয়ান মেডিক্যাল প্যানেল। রিপোর্ট বলছে, মূত্রনালির সংক্রমণ (Urinary Track Infection), রক্তে সংক্রমণ, নিউমোনিয়া এবং টাইফয়েডের মতো রোগের ক্ষেত্রে সাধারণ অ্যান্টিবায়োটিক কার্যকরী হচ্ছে না।দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর অ্যান্টিমাইক্রোবায়াল রেসিস্ট্যান্স সার্ভেল্যান্স নেটওয়ার্ক (AMRSN) একটি বার্ষিক রিপোর্ট পেশ করেছে। তাতে বলা হয়েছে, নিউমোনিয়া, সেপসিস, ফুসফুসের সংক্রমণ এবং ডায়ারিয়ার মতো রোগের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না চেনা অ্যান্টিবায়োটিক।

দেশ জুড়ে একাধিক হাসপাতাল এবং ক্লিনিক থেকে সংগৃহীত তথ্য এবং রিপোর্টের উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করেছে ICMR। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে OPD এবং ICU-তে থাকা রোগীদের উপর সমীক্ষা চালানো হয়েছে।
ই.কোলাই, ক্লেবসেইল্লা নিউমোনিয়ার মতো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলি কতটা কার্যকর হচ্ছে তা পরীক্ষা করে দেখা হয়। শরীরের বিভিন্ন অঙ্গ থেকে এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রক্ত, মূত্র, শ্বাসনালি থেকে নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। মোট ৯৯ হাজার ৪৯২টি নমুনা ল্যাবে পরীক্ষা করা হয়। সরকারি এবং বেসরকারি ল্যাবে পরীক্ষা হয়েছে এই নমুনাগুলির।