আগামিকাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ । কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার দল। তবে তার আগে মহম্মদ শামি দলে ফেরা নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

নভেম্বরেই অস্ট্রেলিয়ার সিরিজ । এরই মধ্যে প্রশ্ন ওঠে বর্ডার গাভাস্কর ট্রফিতে শামি খেলতে পারবেন কিনা ? আর সেই নিয়েই মুখ খুললেন রোহিত । জানালেন, শামির পক্ষে অস্ট্রেলিয়া সফরে দলে ফেরা কঠিন। এই নিয়ে রোহিত বলেন, “ সত্যি বলতে অস্ট্রেলিয়া সিরিজে শামিকে ভাবা কঠিন। শামির হাঁটু ফুলে রয়েছে। যে কারণে ওর দলে ফেরা পিছিয়ে গিয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) চিকিৎসক এবং ফিজিয়োরা দেখছেন শামিকে।“ এরপরই রোহিত বলেন, “ পুরোপুরি চোট না সারলে শামিকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে রাজি নই আমরা। দেখা যাক কী হয়।“ এতদিন শামির গোড়ালিতে চোট জানা গিয়েছিল। কিন্তু রোহিত জানিয়েছেন শামির হাঁটুতেও চোট রয়েছে।
২০২৩ একদিনের বিশ্বকাপের পর আর কোন ম্যাচে দেখা যায়নি শামিকে। চোটের কারণে অস্ত্রোপচার হয় তাঁর। এরপর এনসিএ-তে রিহ্যাব করছেন শামি। যেই ছবি শামি নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

আরও পড়ুন- ঝুলেই রইল আনোয়ার আলির ভবিষ্যৎ, ফের পিছোল শুনানি
