Tuesday, November 11, 2025

ফাঁস গেরুয়া-কেলেঙ্কারি! মহারাষ্ট্রে ১০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে বিদ্ধ বিজেপি

Date:

বিধানসভা ভোটের মুখেই মহারাষ্ট্রে খুলে গেল বিজেপির মুখোশ। বেরিয়ে পড়ল ১০,০০০কোটি টাকার দুর্নীতি। পুনে রিংরোড প্রকল্পে এই বিশাল অঙ্কের ঘোটালা করেছে নরেন্দ্র মোদির দল- যে দল কথায় কথায় বিরোধীশাসিত রাজ্যগুলিতে দুর্নীতির অভিযোগ তোলে। এই বিশাল অঙ্কের কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। সরাসরি প্রতারণার অভিযোগ এনেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের মাত্র একমাস আগে এই মারাত্মক অভিযোগে তীব্র অস্বস্তিতে বিজেপি। প্রশ্ন উঠেছে, এরপরে মানুষের দরজায় ভোট চাইতে যাবে তারা কোন মুখে? কী উত্তর দেবে সাধারণ মানুষের প্রশ্নের?

পুনে রিং রোড প্রকল্পকে ঘিরেই অভিযোগ উঠেছে এই বিরাট মাপের আর্থিক দুর্নীতির, যেখানে সরাসরি মহারাষ্ট্র বাসীর সঙ্গে প্রতারণা করেছে বিজেপি৷ মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এমএসআরডিসির নিয়ম অনুযায়ী কোনও নির্মীয়মান প্রকল্পের জন্য একটি সংস্থাকে দু’টির বেশি বরাত দেওয়া যাবে না৷ কিন্তু এ ক্ষেত্রে সংস্থার নিয়ম পরিবর্তন করে একটি সংস্থাকে চারটি বরাত দেওয়া হয়েছে বলে অভিযোগ।

বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ একটি কোম্পানিকে অন্যায়ভাবে এই সুবিধে পাইয়ে বিশাল অঙ্কের আর্থিক দুর্নীতি করা হয়েছে বলে সরব বিরোধীরা৷ তাঁদের কথায়, বিজেপি এবং তার সাঙ্গপাঙ্গদের মহারাষ্ট্র সরকারের প্রত্যক্ষ মদতেই হয়েছে এই বিশাল মাপের আর্থিক দুর্নীতি৷ মহারাষ্ট্রের আমজনতার দেওয়া করের টাকা ডাকাতি করেছে বিজেপি৷ মহারাষ্ট্র সরকারকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সংস্থা ‘ডি-কোম্পানি’-র সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেতা পবন খেড়া৷ বিরোধীদের অভিযোগ, ডি কোম্পানির মতই মহারাষ্ট্রের আমজনতাকে লুটছেন মোদি-শাহ জুটি৷ সবমিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অবস্থা সামাল দেওয়ার কোনও রাস্তাই খুঁজে পাচ্ছে না বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বিশাল মাপের দুর্নীতিই গেরুয়া শিবিরের ভরাডুবি নিশ্চিত করবে সামনের বিধানসভা নির্বাচনে।

আরও পড়ুন- পলিগ্রাফে না! আগামী ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ-অভিজিৎ

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version