Wednesday, November 12, 2025

গেরুয়া মহিলা কমিশন! বিজেপি জাতীয় সম্পাদকই নয়া কেন্দ্রীয় মহিলা কমিশনের চেয়ারম্যান

Date:

নামেই জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) আসলে যেন গেরুয়া কমিশন! বিজেপি নেত্রী রেখা শর্মার (Rekha Sharma) কার্যকাল শেষ হতে পুনঃরায় বিজেপি নেত্রী (BJP Leader) বিজয়া কিশোর রাহাতকরের হাতেই জাতীয় মহিলা কমিশনের ক্ষমতা তুলে দিল মোদি সরকার। বর্তমানে তিনি বিজেপির জাতীয় সম্পাদক এবং গেরুয়া শিবিরের রাজস্থান ইউনিটের সহ-ইনচার্জের দায়িত্ব পালন করছেন। শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বিজয়া কিশোর রাহাতকর হচ্ছেন জাতীয় মহিলা কমিশনের (NCW) পরবর্তি চেয়ারম্যান।

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার বাসিন্দা বিজয়া কিশোর রাহাতকর (Vijaya Kishore Rahatkar)। ১৯৯৫ সালে তিনি বুথ কর্মী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে ধীরে ধীরে তিনি দলের মধ্যে অগ্রসর হন। বিগত কয়েক দশক ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। ৬৫ বছর বয়সি বিজয়া বিজেপির দাপুটে নেত্রী হিসেবে পরিচিত। এমনকি বর্তমানে বিজেপির জাতীয় সম্পাদক পদে রয়েছেন তিনি। এবার তাঁকে নিযুক্ত করা হল জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান পদে।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের হিসাবে মেয়াদ শুরু করার আগে দীর্ঘ বছর ধরে গেরুয়া শিবিরের সক্রিয় নেত্রী (BJP Leader) ভূমিকা পালন করছেন বিজয়া কিশোর রাহাতকর। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত মহারাষ্ট্র মহিলা কমিশনের প্রধান ছিলেন তিনি। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ঔরঙ্গাবাদ বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগরের মেয়র ছিলেন বিজয়া। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সম্পাদক ও ২০১৪ সালে মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি হন। এবার সেই বিজেপি নেত্রীর কাঁধে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দিল মোদি সরকার।

আরও পড়ুন- কৃষ্ণনগর-কাণ্ড: শুভেন্দুর অভিযোগ উড়িয়ে তীব্র কটাক্ষ কুণালের

 

 

Related articles

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...
Exit mobile version