এগিয়ে এল একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার সময়। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, দুপুর ৩টের বদলে দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হবে। তবে উচ্চমাধ্যমিকের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

সকাল ১০টা থেকে ১.১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। মূলত রোজা চলার কারণেই পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পরীক্ষার সময় রোজা চলবে। পাশাপাশি দেরি করে পরীক্ষা শেষ হলে দূরবর্তী পরীক্ষার্থীদের বাড়ি ফিরতে অসুবিধা হতে হবে। সেই কারণে সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে একাদশ শ্রেণির ক্ষেত্রে।

আরও পড়ুন- আগামী ৫০ বছরেও ক্ষমতায় আসবে না বিজেপি! মন্তব্য আইনমন্ত্রীর
