Friday, July 11, 2025

দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের! চরম সংকটে এফএমসিজি সংস্থাগুলি

Date:

Share post:

কাঁচামালের দাম বাড়া থেকে শহরকেন্দ্রিক ক্রেতাদের (urban consumer) ক্রয় ক্ষমতা কমার কারণে এবার বাড়তে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিয়ের দাম। দেশের শীর্ষ বেসরকারি সংস্থাগুলি চরম আর্থিক সংকটে ক্রমাগত মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধির কারণে। ফলে এবার টুথপেস্ট থেকে রান্নার নুন, বিস্কুট থেকে মশা মারার ধূপের দাম বাড়ানোর পথে দেশের একাধিক সংস্থা।

ফাস্ট মুভিং কনজিউমার গুডস (FMCG) সংস্থাগুলির পরিসংখ্যান অনুযায়ী তাদের লাভের পরিমাণ বিপুল পরিমাণ কমে গিয়েছে। ফলে সমস্যায় হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL), গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (Godrej Consumer Products Ltd), আইটিসি (ITC), ডাবর ইন্ডিয়ার (Dabur India) মতো সংস্থাগুলি। যার একটি প্রত্যক্ষ কারণ হিসাবে সংস্থাগুলি তুলে ধরছে কাঁচামালের মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি।

সংস্থাগুলির দাবি, তাঁদের শহরকেন্দ্রিক গ্রাহক (urban consumer) কমে গিয়েছে ৬৫ থেকে ৬৮ শতাংশ। দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্য বাড়তে থাকার কারণে এই প্রবণতা বলে অনুমান বাণিজ্যিক সংস্থাগুলির। সেই সঙ্গে এই পরিসংখ্যান ইঙ্গিত দেয়, শহরের মানুষের হাতে উপার্জন ও সঞ্চয় নিম্নগামী। ফলে ক্রয়ক্ষমতা কমছে নাগরিকদের।

সেই সঙ্গে গোটা দেশে সরকারি চাকরির পরিমাণ কমে যাওয়ার কারণে বেসরকারি সংস্থামুখী যুব সমাজ থেকে দেশের মানুষ। ফলে এফএমসিজি (FMCG) সংস্থাগুলি গত এক বছরে প্রচুর পরিমাণ নিয়োগ করেছে নিজেদের সংস্থায়। একদিকে লাভের পরিমাণ কমেছে, অন্যদিকে নিয়োগ (recruitment) করতে হয়েছে ৩৯ শতাংশ বেশি। ফলে সেই সামঞ্জস্য রাখতে এবার উৎপাদিত দ্রব্যের মূল্যের উপর কোপ ফেলছে সংস্থাগুলি। তবে সেই সঙ্গে কীভাবে ফের লাভের পথে ফিরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যেতে পারে, তা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে সংস্থাগুলি।

spot_img

Related articles

শেষ হল ‘রুমকি-ঝুমকি’ যুগলবন্দি! প্রয়াত ঝুমা রায়

টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়ের পরিবারে নেমে এল শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দেবশ্রীর ছোটবোন ঝুমা রায়।...

ভরসন্ধ্যায় শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রজ্জাক খাঁকে গুলি করে খুন! চাঞ্চল্য এলাকায় 

ভরসন্ধ্যায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল ভাঙড়। গুলিবিদ্ধ হয়ে নৃশংসভাবে খুন হলেন তৃণমূলের চালতাবেড়িয়ার অঞ্চল নেতা রজ্জাক খাঁ। বৃহস্পতিবার...

প্রতিবাদ হোক, কিন্তু রাজনীতি যেন না হয়! কাঞ্চন ইস্যুতে মন্তব্য মন্ত্রী শশী পাঁজার 

বুধবার কলকাতার ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনে এক চিকিৎসকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক।...

কাজ করল না ভারতীয় পেস বোলিং অ্যাটাক, লর্ডসে সাবধানী ক্রিকেট ইংল্যান্ডের

বার্মিংহামের বোলিংয়ের ছিটেফোঁটাও দেখা গেল না লর্ডসের (Lords Cricket Ground) ম্যাচের প্রথম দিনে। পার্টটাইম বোলার নীতীশ রেড্ডি (Nitish...