Thursday, August 28, 2025

খড় পোড়ানোয় দ্বিগুণ শাস্তি! ৩০ হাজার পর্যন্ত জরিমানা নেবে কেন্দ্র

Date:

Share post:

জরিমানাতেই ‘মুশকিল আসানের’ চেষ্টা কেন্দ্র সরকারের (Central Government)। সুপ্রিম কোর্টে (Supreme Court) কড়া তিরষ্করের পরে অবশেষে হুঁশ ফিরেছে কেন্দ্রের মোদি সরকারের। দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় এবার খড় পোড়ানো বা পোড়ালির (stubble burning) জন্য জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হল। যদিও দিল্লি ও পাশ্ববর্তী এলাকা থেকে বহু অভিযোগ পাওয়ার পরেও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা হরিয়ানায় নজরদারি নিয়েই উঠেছে প্রশ্ন। সেক্ষেত্রে জরিমানা কীভাবে আদায় হবে তা নিয়েও উঠেছে প্রশ্ন।

দিল্লির দূষণ শীতের আগেই লাগামছাড়া। কার্যত গ্যাস চেম্বার রাজধানী। উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট৷ তাদের নির্দেশিকা না মেনে দিওয়ালিতে আতসবাজি পোড়ানো হয়েছে কেন, প্রশ্ন তুলে দিল্লির পুলিশ কমিশনারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট৷ দিল্লির দূষণ (Delhi pollution) বাড়ার অন্যতম কারণ খড় বা পোড়ালি জ্বালানোর ইস্যু নিয়ে সুপ্রিম রোষে পড়েছে পঞ্জাব ও হরিয়ানা সরকার৷ এই দুই রাজ্যে পোড়ালি(খড়) জ্বালানোর (stubble burning) মত ঘটনা বৃদ্ধি পাওয়া নিয়ে কেন ব্যবস্থা গ্রহণ করেনি দুই রাজ্য সরকার, প্রশ্ন তুলেছেন বিচারপতি অভয় এস ওকা৷ কাঠগড়ায় উঠেছে কেন্দ্রীয় সরকারও৷  কেন সময় থাকতে কোনও পদক্ষেপ করা হয়নি, প্রশ্ন তোলা হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফে৷

এতদিনে সেই তিরষ্কারের পরে জরিমানায় (fine) সমাধান খুঁজে পেয়েছে কেন্দ্রের সরকার। এতদিন যে সব কৃষকদের দু একর পর্যন্ত জমি আছে, তারা একবার খড় জ্বালালে ৫ হাজার টাকা জরিমানা (fine) হত। সেক্ষেত্রে এবার থেকে দিতে হবে ১০ হাজার টাকা। অর্থাৎ দ্বিগুণ হল জরিমানা। যাদের জমির পরিমাণ দুই থেকে পাঁচ একর তাদের জন্য ১ হাজার টাকা জরিমানা ছিল, যা বেড়ে হল ২০ হাজার টাকা। যাদের জমি পাঁচ একরের বেশি, তাদের জন্য ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করা হল৷ আগে সর্বাধিক ১৫০০০ টাকা জরিমানা ধার্য ছিল এই কৃষকদের ক্ষেত্রে। এখন দেখার জরিমানা বাড়ায় সচেতনতা কতটা বাড়ে। কতটা দূষণমুক্ত করা সম্ভব হয় রাজধানীকে।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...