Tuesday, November 4, 2025

দুর্ভাগ্যজনক! চিন্ময় প্রভুর গ্রেফতারিতে প্রতিক্রিয়া দিল্লির বিদেশমন্ত্রকের

Date:

Share post:

বাংলাদেশের সনাতন আন্দোলনকারীদের মৌলিক অধিকারের (basic rights) দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ধর্মগুরুকে গ্রেফতারির নিন্দা ভারতের বিদেশ মন্ত্রকের (MEA)। নাম না করে যেভাবে ও যে পরিস্থিতিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে তার নিন্দা করা হয় মন্ত্রকের তরফে। সেই সঙ্গে বাংলাদেশে (Bangladesh) হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাক-স্বাধীনতা ও শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর দাবির সমর্থনে সরব ভারত। ইসকনের (ISKCON) সন্ন্যাসী চিন্ময় প্রভুর (Chinmay Prabhu) গ্রেফতারির পর ভারতের বিভিন্ন বিশ্বের বিভিন্ন মহল থেকে বাংলাদেশের এই পদক্ষেপের নিন্দা করা হয়েছে। এবার এই ইস্যুতে যে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে প্রভাব পড়তে চলেছে, স্পষ্ট করল এস জয়শঙ্করের (S Jaishankar) মন্ত্রক।

সোমবার গ্রেফতার হন ইসকনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষদের অধিকারের দাবিতে সরব হওয়া নেতা চিন্ময় প্রভু। গ্রেফতারির পরে আন্দোলনে নামেন তাঁর অনুগামী থেকে প্রতিবেশী দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই গ্রেফতারিতে দিল্লির বিদেশমন্ত্রকের (MEA) প্রতিক্রিয়া, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmay Das Prabhu) গ্রেফতারি ও জামিন না পাওয়ার বিষয়টির উপর লক্ষ্য রেখেছি। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্রও (spokesperson) ছিলেন। বাংলাদেশে হিন্দু ও অন্য়ান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর মৌলবাদীদের হামলার পরেই এই ঘটনা ঘটল। অসংখ্য প্রমাণ সহ উদাহরণ রয়েছে সংখ্য়ালঘুদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও লুটপাঠ চালানোর এবং মূর্তি ও মন্দিরে চুরি ও অপবিত্র করার ঘটনাও রয়েছে।

ভারতের তরফ থেকে মৌলবাদী হামলাকারীদের গ্রেফতার না করে শান্তিপূর্ণ আন্দোলন চালানো ধর্মীয় নেতার গ্রেফতারির নিন্দা করে বলা হয়েছে, “এটা দুর্ভাগ্যজনক যে হামলাকারীরা মুক্ত ঘুরে বেড়াচ্ছে, আর ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দাবি জানানো ধর্মীয় নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হল। সেই সঙ্গে আমরা এই বিষয়টিতেও লক্ষ্য রেখেছিল যেখানে গ্রেফতারির দাবি আন্দোলনে নামা সংখ্যালঘু মানুষের উপর হামলা চালানোর ঘটনায়।”

এরপরেও ভারতের পক্ষ থেকে আবেদন করা হয়, “বাংলাদেশ প্রশাসনের কাছে আমাদের আবেদন সেখানকার হিন্দু ও সংখ্যালঘু মানুষের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করুন। সেই সঙ্গে তাঁদের বাক-স্বাধীনতা, জমায়েতের অধিকার ও ভাবপ্রকাশের অধিকার রক্ষা করা হয়।”

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...