Wednesday, December 3, 2025

মহিলা সাংবাদিককে রাস্তার ঘিরে হেনস্থা, উত্তাল বাংলাদেশে অরাজকতা চরমে

Date:

Share post:

বাংলাদেশে (Bangladesh) অরাজকতা চলছেই। নতুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবার মহিলা সাংবাদিককে হেনস্থা করতেও ছাড়ল না উত্তেজিত জনতা। মহিলা সাংবাদিককে রাস্তায় ঘিরে ধরে হেনস্থা করা হল। অফিস থেকে বেরতেই ঢাকার কারওয়ান বাজারে ওই সাংবাদিকের উপর চড়াও হয়। এবং এই ঘটনা পরিকল্পনা করেই হয়েছে বলে অভিযোগ। অভিযোগ ওঠে বাংলাদেশে মহিলা সাংবাদিক (Journalist) মুন্নি সাহাকে গ্রেফতারির। তবে তা অস্বীকার করেছে পুলিশ।

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শনিবার রাতে অফিস থেকে বেরনোর পর ঢাকার কারওয়ান বাজারে মহিলা সংখ্যালঘু (minority) হিন্দু সাংবাদিককে ‘ঘিরে ধরে’ একদল লোক। তারপর তাঁকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, ওই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। একটি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি নাম রয়েছে মুন্নিরও। ওই সাংবাদিকের বিরুদ্ধে একাধিক অভিযো ছিল বলেই গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়েছিল। তবে তা সত্য নয় বলে জানানো হয়েছে বাংলাদেশ পুলিশের তরফে। এদিকে এদিনই বাংলাদেশে লাগামহীন সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিশ্বজুড়ে শান্তি প্রার্থনার আয়োজন করেছে ইসকন।

শনিবারের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক মুন্নি সাহাকে ঘেরে একদল তাঁর ‘বিচারের’ দাবিতে স্লোগান দিতে শুরু করেন। মুন্নি সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। এটিএন নিউজের শুরু থেকে তিনি যুক্ত ছিলেন। ২০২৩ সালের ৩১ মে পদত্যাগ করে ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টাল খোলেন। মুন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হিংসার ঘটনায় সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে মামলা রুজু হয়।

আরও পড়ুন- ডলারের বিকল্প আনলে ১০০ শতাংশ মাশুল! ব্রিকস দেশগুলিকে ট্রাম্পের হুঁশিয়ারি

spot_img

Related articles

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...