Sunday, November 16, 2025

গাড়ির পিছনে ধাওয়া করে ফিল্মি কায়দায় ডাকাত ধরল পুলিশ, রুখল ব্যাঙ্ক ডাকাতি

Date:

ব্যাঙ্কের (Bank) শাটার ভেঙে অপারেশন চলছিল। পুলিশ (Police) আসার টের পেতেই গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাতদল (Robber)। সঙ্গে সঙ্গেই পিছনে ধাওয়া করে পুলিশ। ফিল্মি কায়দায় রামনগর থানার পুলিশ তিন ডাকাতকে পাকড়াও করে। ব্যাঙ্কে ডাকাতি (Bank Robbery) রুখে দেয় তারা। সশস্ত্র ডাকাতদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা সম্ভব হলেও চারজন পালিয়ে যায়।

মঙ্গলবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) রামনগরে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা।
রাত প্রায় দেড়টা নাগাদ সত্যেশ্বরপুর সমবায় ব্যাঙ্কের শাটার ভেঙে ভিতরে ঢোকে সাত ডাকাত। তারপর ভল্ট কেটে ডাকাতির চেষ্টা চলছিল। বাইরে রাখা ছিল গাড়ি। সেই সময় ব্যাঙ্কের সামনে দিয়ে যাচ্ছিলেন জনৈক ব্যক্তি। ব্যাঙ্কের সামনে গাড়ি দেখে তাঁর সন্দেহ হয়। তিনি শোনের ব্যাঙ্কের ভিতর থেকে বিকট আওয়াজ আসছে। তৎক্ষণাৎ তিনি পুলিশকে। পুলিশ আসছে দেখেই ব্যাঙ্কের ছাদ থেকে ডাকাতরা লাফিয়ে পালানোর চেষ্টা করে গাড়িতে উঠে। সেই গাড়ির পিছু নেয় পুলিশ। রামনগরের রাস্তায় তীব্র গতিতে পালনোর সময় ডাকাতদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লাইট পোস্টে। তারপর গাড়ি ফেলে ছুটে পালানোর চেষ্টা করে ডাকাতরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন ডাকাত. চারজন পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল ইকবাল হোসেন সাহা, নুরুদ্দিন মল্লিক, এয়সান মল্লিক। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। একাধিক ম্যাপ উদ্ধার হয়েছে তাদের কাছে। এই ডাকাতদলের আরও ডাকাতির পরিকল্পনা ছিল। আগ্নেয়াস্ত্র ও দরজা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। পুলিশ মনে করছে, বড়সড় গ্যাং রয়েছে এই ডাকাতদের। বাকিদের খোঁজ চলছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version