Sunday, August 24, 2025

গাড়ির পিছনে ধাওয়া করে ফিল্মি কায়দায় ডাকাত ধরল পুলিশ, রুখল ব্যাঙ্ক ডাকাতি

Date:

ব্যাঙ্কের (Bank) শাটার ভেঙে অপারেশন চলছিল। পুলিশ (Police) আসার টের পেতেই গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাতদল (Robber)। সঙ্গে সঙ্গেই পিছনে ধাওয়া করে পুলিশ। ফিল্মি কায়দায় রামনগর থানার পুলিশ তিন ডাকাতকে পাকড়াও করে। ব্যাঙ্কে ডাকাতি (Bank Robbery) রুখে দেয় তারা। সশস্ত্র ডাকাতদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা সম্ভব হলেও চারজন পালিয়ে যায়।

মঙ্গলবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের (East Midnapur) রামনগরে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা।
রাত প্রায় দেড়টা নাগাদ সত্যেশ্বরপুর সমবায় ব্যাঙ্কের শাটার ভেঙে ভিতরে ঢোকে সাত ডাকাত। তারপর ভল্ট কেটে ডাকাতির চেষ্টা চলছিল। বাইরে রাখা ছিল গাড়ি। সেই সময় ব্যাঙ্কের সামনে দিয়ে যাচ্ছিলেন জনৈক ব্যক্তি। ব্যাঙ্কের সামনে গাড়ি দেখে তাঁর সন্দেহ হয়। তিনি শোনের ব্যাঙ্কের ভিতর থেকে বিকট আওয়াজ আসছে। তৎক্ষণাৎ তিনি পুলিশকে। পুলিশ আসছে দেখেই ব্যাঙ্কের ছাদ থেকে ডাকাতরা লাফিয়ে পালানোর চেষ্টা করে গাড়িতে উঠে। সেই গাড়ির পিছু নেয় পুলিশ। রামনগরের রাস্তায় তীব্র গতিতে পালনোর সময় ডাকাতদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লাইট পোস্টে। তারপর গাড়ি ফেলে ছুটে পালানোর চেষ্টা করে ডাকাতরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন ডাকাত. চারজন পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল ইকবাল হোসেন সাহা, নুরুদ্দিন মল্লিক, এয়সান মল্লিক। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। একাধিক ম্যাপ উদ্ধার হয়েছে তাদের কাছে। এই ডাকাতদলের আরও ডাকাতির পরিকল্পনা ছিল। আগ্নেয়াস্ত্র ও দরজা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। পুলিশ মনে করছে, বড়সড় গ্যাং রয়েছে এই ডাকাতদের। বাকিদের খোঁজ চলছে।

আরও পড়ুন- মার্শাল ল-তে পালাবদল দক্ষিণ কোরিয়ায়! রাষ্ট্রপতি ইউনের গ্রেফতারির দাবিতে পথে দেশবাসী


Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version