বিগত কয়েকদিনে বাংলাদেশের একের পর এক কট্টরপন্থী নেতাদের হুঙ্কারে কপালে ভাঁজ আন্তর্জাতিক মহলেরও। এবার বিএনপি নেতার মুখে ফের যুদ্ধের কথা। ছাত্রদের রাইফেল তুলে দেওয়ার নিদান দিয়েছেন ওই বিএনপি নেতা। বৃহস্পতিবার ঢাকার এক সভায় বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানো শিখতে হবে।তার দাবি, সবাইকে এমন প্রশিক্ষণ দেওয়া হবে যাতে বিশ্বের কোনও শক্তি বাংলাদেশকে পায়ের নিচে রাখতে পারবে না। এর আগে চার ঘণ্টায় কলকাতায় দখলের ডাক দিতে দেখা গিয়েছিল সে দেশের প্রাক্তন সেনা কর্তাকে। এবার যুদ্ধের জন্য সব মানুষকে প্রস্তুত হওয়ার ডাক দিয়ে বিতর্ক বাড়িয়েছেন বিএনপি নেতা।

হাফিজউদ্দিন আহমেদ বলেন, প্রত্যেক ছাত্রকে বেসিক মিলিটারি প্রশিক্ষণ আমরা দেব। আমাদের দিকে যাতে কেউ রক্তচক্ষু না দেখাতে পারে তাই এটা দরকার। আমরা যুদ্ধ করে তৈরি হয়েছি। চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। এদিকে বিগত কয়েকদিনে একের পর এক বিএনপি নেতাকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে। এমনকী ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিতে দেখা গিয়েছে। এবার তাতে নবতম সংযোজন হাফিজউদ্দিন।

প্রসঙ্গত, এর আগে যুদ্ধ-জিগির তুলেছিলেন বিএনপি নেতা রুহুল কবীর রিজভি। তাকে বলতে শোনা যায়, যদি ভাবেন, হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা-বিহার-ওড়িশা দাবি করব। ওটা আমাদের নবাবের এলাকা। ন্যায্য অধিকার।

–


–

–

–

–

–

–

–

–