কোচবিহারে দুই শিশু-সহ শিক্ষক দম্পতির মর্মান্তিক মৃত্যু, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি  

সঞ্জিতের এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে

দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের চারজনের। শীতের রাতে দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি। দুই শিশু সন্তান-সহ মৃত্যু হল শিক্ষক দম্পতির। কোচবিহারের কালজানির কাছে কুড়ারপাড়ের এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।জানা গিয়েছে, মৃত শিক্ষক সঞ্জিত রায় নাটাবাড়ি উচ্চ প্রাথমিকের শিক্ষক ছিলেন।তার স্ত্রীও একটি স্কুলের শিক্ষিকা ছিলেন।তাদের বাড়ি কোচবিহারের বাণেশ্বরে।তারা তুফানগঞ্জ থেকে ফিরছিলেন।সঞ্জিতের এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, রবিবার রাতে তারা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় ঘন কুয়াশা ছিল রাস্তায়।দৃশ্যমানতা কম থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সঞ্জিত।যার নিট ফল, রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। গাড়িতে ছিলেন সঞ্জিত, তাঁর স্ত্রী ও ৯ ও ৪ বছরের দুই শিশু।স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে বিকট শব্দে এলাকার মানুষের ঘুম ভেঙে যায়। কিন্তু শীতের রাতে প্রচন্ড ঠান্ডায় উদ্ধার কাজ শুরু করতে বেশ কিছুটা সময় লাগে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।