Wednesday, August 13, 2025

অস্কারের লড়াইয়ে প্রিয়াঙ্কার হিন্দি ছবি, স্বপ্নপূরণের পথে টলিউড নায়িকা!

Date:

Share post:

ইমন চক্রবর্তীর বাংলা গান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্যায়ে মনোনীত হতে পারেনি, সেই দুঃখ কি ঘুচিয়ে দিতে পারবেন বাঙালি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)? আশায় বুক বাঁধছে টলিউড (Tollywood)। ২০২৫-এর অস্কার পুরস্কারের অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে লড়াই করছে হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’ (The Zebras in Oscar nomination), যার মূল চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক অনীক চৌধুরী (Anik Chowdhury)পরিচালিত এই ছবি অস্কারের (Academy Awards) তালিকায় আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগের চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন পাচ্ছে কিনা সেই দিকেই লক্ষ্য সকলের। তবে এতদূর পৌঁছতে পেরে উচ্ছ্বসিত অভিনেত্রী।

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে পৃথিবীতে নিজের জাল বিস্তার করছে তাতে ভবিষ্যতে মানব জীবনে এর কতটা প্রভাব পড়তে পারে, এই প্রশ্ন নিয়েই তৈরি হয়েছে ‘দ্য জেব্রাজ’। মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই যে ফলাফলই দিক না কেন, অনীক পরিচালিত এই সিনেমার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী প্রিয়াঙ্কা। তাঁর কথায়,”আমরা অত্যন্ত ভালবেসে, যত্ন নিয়ে এই ছবির কাজটা করেছিলাম। যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে এল, তখন থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। একজন শিল্পী হিসেবে খুব উপভোগ করেছি কাজটা করতে গিয়ে। আজ অ্যাকাডেমির মতো আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটা যাওয়ার পর আমার শুটিংয়ের মুহূর্তগুলো মনে পড়ছে।” ছবিতে সুমেরা নামের একজন মডেলের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। অস্কারের ফাইনাল রাউন্ডে পৌঁছনো নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। পরিচালক জানাচ্ছেন এই ছবি সমকালীন অবস্থার এক দলিল। অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, এটা একটা গোটা টিমের সাফল্য। কলাকুশলী থেকে শুরু করে সিনেমার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন তিনি। টলিউড এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে। প্রিয়াঙ্কা কি পারবেন বাঙালি অভিনেত্রীর মুকুটে অস্কারের পালক জুড়তে? উত্তর পেতে আর কিছু সময়ের অপেক্ষা।

spot_img

Related articles

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...