Saturday, May 17, 2025

ইয়েমেনে মৃত্যুদণ্ড কেরালার নার্সের, ঘরে ফেরাতে উদ্যোগ বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

খুনের দায় ৭ বছর জেল খেটেছেন। এরপরেও জেল মুক্তি হয়নি। দেশ থেকে কয়েকশো মাইল দূরে বিদেশের মাটিতে এবার তাঁকে ফাঁসি বরণ করতে হবে। আর কয়েকশো বাইল দূরে কেরালায় (Kerala) তাঁর বাড়িতে বসে তাঁর বাবা মা তার মৃত্যুর অপেক্ষা করবেন। এই ভবিতব্যকে বদলে ফেলার জন্য এবার ভারত সরকারের বিদেশ মন্ত্রকের দ্বারস্থ ইয়েমেনে (Yemen) বন্দি নিমিশা প্রিয়ার পরিবার। ভারত সরকারের পক্ষ থেকে তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

আর্থিকভাবে নিজের পরিবারের পাশে দাঁড়াতে ইয়েমেনে (Yemen) গিয়ে নার্সের চাকরি শুরু করেন কেরালার নিমিষা। ২০০৮ সাল থেকে বিভিন্ন হাসপাতালে চাকরি করার পর নিজেই সেখানে একটি স্বাস্থ্য কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেন। এক সহযোগীর সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়িতও করেন। তবে কয়েক বছর পরে সেই সহযোগীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন নিমিশা (Nimisha Priya)। সহযোগী তালাল আব্দো মেহদি এরপরই নিমিষর ভারতে ফেরা আটকানোর চেষ্টা করেন। ২০১৭ সালে নিজের পাসপোর্ট মেহেদির থেকে ছিনিয়ে আনতে গিয়ে দুর্ঘটনা ঘটে। নিমিশার ইনজেকশনে প্রাণ যায় মেহেদির।

এরপরই মেহেদির পরিবার নিমিশার বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে। সেই থেকে ইয়েমেনের (Yemen) জেলে বন্দি সে। ১১ বছর আগে মেয়ের সঙ্গে শেষ বার দেখা হয়েছিল নিমিশার (Nimisha) মা প্রেমা কুমারীর। এবার ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর মেয়ের সঙ্গে দেখা করতে ছুটে যান প্রেমা। সানায় জেলবন্দি মেয়ের সঙ্গে তাঁর দেখা হয়। কিন্তু তিনি তখনও জানেন না মেয়েকে এটাই তার শেষবার দেখা কিনা।

যদিও সানার জেলে নিমিশা মাকে আশ্বাস দিয়েছিলেন সব ঠিক হয়ে যাবে। সেই মতো নিমিশার পরিবার যোগাযোগ করে বিদেশ মন্ত্রকের সঙ্গে। পরিবারের দাবি নিজের পাসপোর্ট উদ্ধার করার জন্যই মেহেদিকে আক্রমণ করতে বাধ্য হয়েছিল নিমিশা। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইয়েমেন প্রশাসনের যোগাযোগ করে তার সাজা কমানোর আবেদন জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...