১) সিডনিতে চলছে বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখিয়েছেন ভারতীয় বোলাররা। আর এরপরই উলটো খেলা শুরু করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অভিযোগ করলেন, স্যাম কনস্টাসকে মাঠে ভয় দেখানোর চেষ্টা করছে ভারতীয়রা।

২) সিডনিতে চলছে বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচ। ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ভারত করেছে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট হতে দাপট দেখান ঋষভ পন্থ। ৬১ রান করেন তিনি। ইনিংস সাজান ৬টি চার এবং ৪ টি ছয় দিয়ে। আর এরই সুবাদে একাধিক নজির গড়লেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার।

৩) সূত্রের খবর বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন ভারতীয় দলের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চ্যাহাল এবং ধনশ্রী বর্মা। বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল তাদের বিচ্ছেদ নিয়ে। আর এবার সেই বিচ্ছেদের জল্পনায় যেন উসকে দিলেন চ্যাহাল-ধনশ্রী। সোশাল মিডিয়ায় ধনশ্রীর সঙ্গে সমস্ত ছবি মুছে দিয়েছেন চ্যাহাল। আবার ইনস্টাগ্রাম থেকে চ্যাহালকে আনফলো করলেন ধনশ্রী ।

৪) বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় দিনে চোট পান যশপ্রীত বুমরাহ। জানা যাচ্ছে, বুমরাহ পিঠের পেশিতে চোট পেয়েছে। চোটের জন্য মধ্যাহ্নভোজের পর এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয় তাকে। বুমরাহকে সিডনির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চা বিরতির পর ভারতের সাজঘরে দেখা যায় সিডনি টেস্টে ভারতীয় দলের অধিনায়ককে।


৫) ‘এখনই অবসর নিচ্ছি না ‘ সিডনি টেস্টের তৃতীয় দিনে এমনটাই জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সিডনিতে চলছে বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্ট। এই টেস্টে খেলছেন না রোহিত । সিডনি টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ। আর এরই মাঝে জল্পনা ছড়ায় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন রোহিত।

আরও পড়ুন- সিডনি টেস্ট চলাকালীন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অজি কোচ, কী বললেন তিনি ?

–

—

–

—

–

—