Saturday, November 15, 2025

একদিনেই ২২ হাজার, অভিষেকের সেবাশ্রয় ছুঁল ৮০ হাজারের মাইলস্টোন

Date:

Share post:

বিশ্বের বৃহত্তম মানবিক উদ্যোগের কেস স্টাডি হিসেবে উঠে এসেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। প্রান্তিক মানুষের লাইফলাইন হয়ে ওঠা এই উদোগ ষষ্ঠ দিনে নতুন রেকর্ড স্পর্শ করেছে। মানবতার সেবাই যে সর্বোচ্চ ধর্ম, তার প্রমাণ সকলের সুস্বাস্থ্যের অঙ্গীকার। সেবাশ্রয় হয়ে উঠেছে ডায়মন্ড হারবারের মানুষের ভরসার স্থল। ষষ্ঠদিনেও সেবাশ্রয়ে মানুষের ঢল অব্যাহত ছিল। ৬ দিনে মোট ৮১ হাজার ৪৭১ জন পরিষেবা পেয়েছেন। শিবিরের ষষ্ঠ দিন মঙ্গলবার পরিষেবা নেন ২২ হাজার ৮৮৯ জন। এই পরিসংখ্যানকে গর্বের মাইলস্টোন বলে আখ্যায়িত করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী উদ্যোগ ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় অর্ধেক জার্নি পার করে ফেলেছে ইতিমধ্যেই। অর্জন করেছে বিশ্বরেকর্ডের সমতুল্য সাফল্য। এখন পর্যন্ত ৮১,৪৭১ জন বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা পেয়েছেন। অর্ধেক জার্নি অর্থাৎ পাঁচ দিন পর্যন্ত স্বাস্থ্য শিবিরে ৫৮,৫৮২ জন মানুষ বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা লাভ করেন। তার মধ্যে ৩২,০৬৭টি ডায়াগনস্টিক টেস্ট করা হয়েছে এবং ৩০,০৪৯ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন। মোট ১,৩৩২ জন রোগীকে জটিল চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিন সেই সংখ্যাটা আনুপাতিক হারে আরও বৃদ্ধি পেল।

মঙ্গলবার একদিনে রেকর্ড সংখ্যক ২২,৮৮৯ জন মানুষ স্বাস্থ্য পরিষেবা পান। তাদের মধ্যে প্রায় ২০ হাজার মানুষের ডায়াগনস্টিক টেস্ট হয় এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রেফার করা চার শতাধিক রোগীকে। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য জটিল পরীক্ষা-নিরীক্ষা যেমন আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি (ইউএসজি) এবং ইসিজি-ও করা হচ্ছে। সেবাশ্রয় শিবিরে শুরু হয়েছে বোন মিনারেল ডেনসিটি টেস্ট। যে সকল স্বাস্থ্য পারিষেবা এতদিন গরিব মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, তা-ই সেবাশ্রয় শিবিরে বিনামূল্যে পাচ্ছেন মানুষ।

আরও পড়ুন- তৃণমূল নেতা বাবলা সরকার খুনের তদন্তে ফরেনসিক দল, তলব শহর সভাপতিকে

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...