Friday, December 19, 2025

একদিনেই ২২ হাজার, অভিষেকের সেবাশ্রয় ছুঁল ৮০ হাজারের মাইলস্টোন

Date:

Share post:

বিশ্বের বৃহত্তম মানবিক উদ্যোগের কেস স্টাডি হিসেবে উঠে এসেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। প্রান্তিক মানুষের লাইফলাইন হয়ে ওঠা এই উদোগ ষষ্ঠ দিনে নতুন রেকর্ড স্পর্শ করেছে। মানবতার সেবাই যে সর্বোচ্চ ধর্ম, তার প্রমাণ সকলের সুস্বাস্থ্যের অঙ্গীকার। সেবাশ্রয় হয়ে উঠেছে ডায়মন্ড হারবারের মানুষের ভরসার স্থল। ষষ্ঠদিনেও সেবাশ্রয়ে মানুষের ঢল অব্যাহত ছিল। ৬ দিনে মোট ৮১ হাজার ৪৭১ জন পরিষেবা পেয়েছেন। শিবিরের ষষ্ঠ দিন মঙ্গলবার পরিষেবা নেন ২২ হাজার ৮৮৯ জন। এই পরিসংখ্যানকে গর্বের মাইলস্টোন বলে আখ্যায়িত করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী উদ্যোগ ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় অর্ধেক জার্নি পার করে ফেলেছে ইতিমধ্যেই। অর্জন করেছে বিশ্বরেকর্ডের সমতুল্য সাফল্য। এখন পর্যন্ত ৮১,৪৭১ জন বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা পেয়েছেন। অর্ধেক জার্নি অর্থাৎ পাঁচ দিন পর্যন্ত স্বাস্থ্য শিবিরে ৫৮,৫৮২ জন মানুষ বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা লাভ করেন। তার মধ্যে ৩২,০৬৭টি ডায়াগনস্টিক টেস্ট করা হয়েছে এবং ৩০,০৪৯ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন। মোট ১,৩৩২ জন রোগীকে জটিল চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিন সেই সংখ্যাটা আনুপাতিক হারে আরও বৃদ্ধি পেল।

মঙ্গলবার একদিনে রেকর্ড সংখ্যক ২২,৮৮৯ জন মানুষ স্বাস্থ্য পরিষেবা পান। তাদের মধ্যে প্রায় ২০ হাজার মানুষের ডায়াগনস্টিক টেস্ট হয় এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রেফার করা চার শতাধিক রোগীকে। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য জটিল পরীক্ষা-নিরীক্ষা যেমন আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি (ইউএসজি) এবং ইসিজি-ও করা হচ্ছে। সেবাশ্রয় শিবিরে শুরু হয়েছে বোন মিনারেল ডেনসিটি টেস্ট। যে সকল স্বাস্থ্য পারিষেবা এতদিন গরিব মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, তা-ই সেবাশ্রয় শিবিরে বিনামূল্যে পাচ্ছেন মানুষ।

আরও পড়ুন- তৃণমূল নেতা বাবলা সরকার খুনের তদন্তে ফরেনসিক দল, তলব শহর সভাপতিকে

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...