Thursday, January 8, 2026

গ্রিনল্যান্ড কেনার বিষয়ে ফের নতুন করে আগ্রহী ট্রাম্প

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার বিষয়ে ফের নতুন করে আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির মূল্য নির্ধারণ করেছেন মার্কিন অর্থনীতিবিদ ডেভিড বার্কার।

গ্রিনল্যান্ড কেনার বিষয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। ২০১৯ সালেও তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। এমনকি এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। ১৯৪৬ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্ককে ১০০ মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ দিয়ে এই দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাব ডেনমার্ক প্রত্যাখ্যান করে।

যুক্তরাষ্ট্র এর আগে লুইজিয়ানা, আলাস্কা এবং ইউএস ভার্জিন আইল্যান্ডস কিনেছে। ডেভিড বার্কারের মতে, যদি গ্রিনল্যান্ডকে মার্কিন প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়, তবে এর মূল্য আরও বৃদ্ধি পাবে। রিয়েল এস্টেট ডেভেলপার এবং নিউ ইয়র্ক ফেডের সাবেক এই অর্থনীতিবিদের অভিমত, গ্রিনল্যান্ডের মূল্য হতে পারে ১২.৫ বিলিয়ন ডলার থেকে ৭৭ বিলিয়নের মধ্যে।

গ্রিনল্যান্ডের সম্পদের মূল্য $১.১ ট্রিলিয়ন হতে পারে। তবে বার্কার এই অনুমানকে অবাস্তব বলে মনে করেন। তিনি ব্যাখ্যা করেন, খনিজ সম্পদের পূর্ণ সুবিধা যুক্তরাষ্ট্র পাবে না, কারণ কোম্পানিগুলো ড্রিলিং এবং মাইনিংয়ের অধিকার কিনবে এবং তাদের নিজস্ব ব্যয় ও লাভ যোগ করবে।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট বোরুপ এগেডে স্পষ্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং কখনো বিক্রির জন্য থাকবে না।

 

spot_img

Related articles

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...

আইএসএলের জন্য তিন ক্লাবকে শুভেচ্ছা মমতার, ক্রীড়া সংস্থাগুলিকে আর্থিক সহায়তা সরকারের

রাজ্যের খেলাধুলার উন্নয়নে ফের একবার এগিয়ে সরকার। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন(BOA) স্বীকৃত রাজ্যের ২৯টি ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা দিল...

কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের অভিঘাতে প্রাণহানি! ফের এসআইআর আতঙ্কে মৃত্যু রাজ্যে

ফের কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের বলি বাংলার আরও চার নাগরিক। উত্তর ২৪ পরগনার বারাসত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দিনহাটা ১...

রূপনারায়ণে পলি জমা রুখতে ড্রেজিং শুরু, কোলাঘাট বিদ্যুৎকেন্দ্র রক্ষায় পদক্ষেপ রাজ্যের

রূপনারায়ণ নদীতে পলি জমে জলপ্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দূর করতে এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন নির্বিঘ্ন রাখতে...