Monday, August 25, 2025

ভারতের নির্বাচন নিয়ে মেটা কর্তা মার্ক জুকেরবার্গের সাম্প্রতিক মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের মেটা কর্তৃপক্ষ জুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন।মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল বলেছেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। মেটা কর্তার পর্যবেক্ষণ বেশ কয়েকটি দেশের জন্য সত্য হলেও ভারতের জন্য নয়।কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জুকেরবার্গের মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন। তারপর সংসদীয় কমিটিতে তলব করার হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর এই হুঁশিয়ারির পরই চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে মার্ক জুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা। জুকেরবার্গের মন্তব্যকে অসাবধানতাবশত ভুল বলে উল্লেখ করল তারা। ভারতকে মেটার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে টুইট করলেন সংস্থার ভারতের ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল।

এই বিতর্কের সূত্রপাত গত শুক্রবার, ১০ জানুয়ারি। ওই দিন এক পডকাস্টে সাক্ষাৎকারে জুকেরবার্গ বলেন, করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে ক্ষমতাসীন সরকারগুলোর ব্যাপারে জনমনে আস্থা হারিয়েছে। কথা প্রসঙ্গে ভারতের উদাহরণও দেন তিনি।জুকারবার্গ বলেন, ‘২০২৪ বিশ্বজুড়ে একটি খুব বড় নির্বাচনী বছর ছিল এবং ভারতসহ বহু দেশে নির্বাচন হয়েছে। ক্ষমতাসীনরা মূলত প্রতিটি নির্বাচনে হেরে গিয়েছে। এটা এক ধরণের বৈশ্বিক ঘটনা হয়ে দাঁড়ায়। মেটা প্রধান আরও বলেন, সেটা মুদ্রাস্ফীতির কারণে হোক বা কোভিড মোকাবিলার অর্থনৈতিক নীতির কারণে হোক বা সরকারের কোভিড মোকাবিলার পদ্ধতির কারণে হোক; বিশ্বব্যাপী একই ধরনের ঘটনা ঘটেছে। বিশ্বব্যাপী এর প্রভাব পড়েছে।

জুকেরবার্গের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানান, ভারতের কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ‘ভুল সংশোধন’ করে দিয়ে সোমবার, ১৩ জানুয়ারি এক এক্স পোস্টে তিনি বলেন, জুকেরবার্গ দাবি করেছেন, করোনা পরবর্তী সময়ে ভারতের ২০২৪ সালের নির্বাচনসহ বেশিরভাগ দেশে ক্ষমতাসীন সরকার হেরে গিয়েছে। এটি তথ্যগতভাবে ভুল। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়েছে। মোদিজি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে নজির গড়েছেন। জুকেরবার্গের মতো ব্যক্তির এমন ভুল তথ্য দেওয়ার ঘটনা হতাশাজনক।

এরপর ওই মন্তব্যের জেরে মেটা কর্তৃপক্ষকে তলব করা হতে পারে বলে আভাস দেনে দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। বিজেপি সাংসদ ও সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে মঙ্গলবার, ১৪ জানুয়ারি এক্স পোস্টে বলেন, ভুল তথ্য ছড়ানোর জন্য মেটা কর্তৃপক্ষকে তার নেতৃত্বাধীন কমিটির সামনে তলব করা হবে। তিনি আরও বলেন, কোনও গণতান্ত্রিক দেশের বিষয়ে ভুল তথ্য ছড়ালে সেটা ওই দেশের ভাবমূর্তিকে নষ্ট করে। এই ভুলের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ভারতের সংসদ এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। শেষ পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের প্রতিবাদের মুখে ক্ষমা চাইতে বাধ্য হল মেটা।

 

 

 

 

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version