পাঁচদিনে শিয়ালদহ (sealdaha) ডিভিশনে বাতিল ৩০০ লোকাল ট্রেন। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত চলবে স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ। বালিঘাট ও বালিহল্ট ব্রিজের মাঝেও কাজ হবে। ফলে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের (train )যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যার জেরে চূড়ান্ত ভোগান্তিতে পড়তে পারেন নিত্যযাত্রীরা। রেল অবশ্য জানিয়েছে, যাত্রীদের যাতে বিশেষ সমস্যায় পড়তে না হয় তার চেষ্টা করবেন তারা।

ট্রেন বাতিল করা হয়েছে
শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-ডানকুনি, নৈহাটি-ব্যান্ডেল ছাড়াও শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত-সহ একাধিক ট্রেন বাতিল। ফলে সপ্তাহান্তে বিপাকে পড়তে পারেন নিত্যযাত্রীরা।

–

–
–

–

,

–

–

–

–
