Saturday, December 6, 2025

সরকারি কাজে বাধা, চার চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ মেডিক্যাল কাউন্সিলের

Date:

Share post:

এবার সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল আরজি কর আন্দোলনের মুখ চার চিকিৎসকের বিরুদ্ধে। আন্দোলনের নামে রাজনীতি ও নিজেদের আখের গোছানোর অভিযোগ তো ছিলই, এবার সুবর্ণ গোস্বামী-সহ চার চিকিৎসকের বিরুদ্ধে সরকারি কাজে অযথা বাধা দেওয়ার অভিযোগ। তাঁদের বিরুদ্ধে থানাতে পর্যন্ত অভিযোগ দায়ের করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। মেডিক্যাল কাউন্সিল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছে সুবর্ণ গোস্বামী, উৎপল বন্দ্যোপাধ্যায়, রঞ্জন ভট্টাচার্য ও মানস গুমটার বিরুদ্ধে। এই ঘটনায় পাল্টা প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম।

এর আগে জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া ও কিঞ্জল নন্দের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ভুয়ো ডিগ্রিতে ডাক্তারি অভিযোগ ছিল আসফাকুল্লার বিরুদ্ধে। আর ছুটি নিয়ে হাসপাতালে ডিউটি চলাকালীন অন্য কাজে লিপ্ত হওয়ার অভিযোগ ওঠে কিঞ্জলের বিরুদ্ধে। পিজিটি হিসেবে কত টাকা স্টাইপেন্ড পেতেন কিঞ্জল, কতগুলি ছুটি নিয়েছেন, তা জানতে চেয়ে চিঠি দিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সল। এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের স্ক্যানারে উঠে এল চারজন সিনিয়র চিকিৎসক।

এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, রাজ্যে প্রতিবাদ করলেই প্রতিহিংসা চরিতার্থ করছে সরকার। আইনি পথেই এর মোকাবিলা করব আমরা। সম্প্রতি বিভিন্ন দাবিতে মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখিয়েছিল ডক্টরস ফ্রন্ট। তার নেতৃত্বে ছিলেন সুবর্ণ গোস্বামী-সহ চার চিকিৎসক। সেই ঘটনায় সরকারি কাজে বাধা দান-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। মেডিক্যাল কাউন্সিলের কোনও প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনায়।

আরও পড়ুন- ছাত্র সংঘর্ষে সরগরম বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা স্থগিত

 

spot_img

Related articles

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...

বাংলা-বিরোধিতায় বিদ্যুৎ-বরাদ্দ কমে ১২ ভাগের ১ ভাগ! অভিষেকের প্রশ্নের নির্লজ্জ উত্তর কেন্দ্রের

পরিকাঠামো। স্বাস্থ্য। একশো দিনের কাজ। শিক্ষা। সব ক্ষেত্রের পরে এবার কোপ বিদ্যুতে! শুধুমাত্র বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণে বিদ্যুতের...