বাংলাদেশে ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে চলেছে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে। মধ্যপন্থি একটি রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এদিকে, অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে দলে যোগ দিতে হলে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছে কমিটি।জানা গিয়েছে, দল ঘোষণার আগে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।

আরও জানা গিয়েছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্যসচিব হতে চলেছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলছে বলে জানা গিয়েছে।গত ৫ অগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে চলে যান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আলোচনায় আসে ছাত্র-জনতার রাজনৈতিক দল গঠনের বিষয়টি।এরই অংশ হিসেবে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি।

কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আকরাম হুসাইন বলেন, বর্তমানে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা কমিটিগুলো হচ্ছে। ঢাকায় ওয়ার্ড কমিটিগুলো হওয়া শুরু হয়েছে। এরমধ্যে আমরা নির্দিষ্ট তারিখের মধ্যে মোটামুটি সব থানা ও জেলায় কমিটি করে ফেলতে পারব।ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে দল ঘোষণা করে দেওয়া হবে। প্রথমে আহ্বায়ক কমিটি থাকবে। এরপর কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে।জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, সকলেরই একটা রাজনৈতিক ইচ্ছা থাকতে পারে। রাজনৈতিক দলের ইচ্ছা থাকতে পারে, অংশগ্রহণের ইচ্ছা থাকতে পারে। যার বা যাদের এই ইচ্ছাটা থাকবে তারা অবশ্যই সরকার থেকে বেড়িয়ে, এখন যে অন্তর্বর্তী সরকার সেখান থেকে পদত্যাগ করে তারপরে রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন।

ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই-আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র-জনতার কাছেও তিনি বেশ জনপ্রিয়।


আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণার আগে ২৪ দফার ইস্তেহার তৈরিতে কাজ করছে তারা। এজন্য ১৭ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

–

–

–

–

–

–
