Wednesday, November 5, 2025

নৈহাটিতে থেঁতলে খুন! গুলি চালানোর প্রমাণ নেই, দাবি পুলিশের

Date:

Share post:

নৈহাটির গৌরীপুর এলাকায় পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ। নিহত স্থানীয় ব্যবসায়ী সন্তোষ যাদব। তিনি এলাকায় তৃণমূল (TMC) কর্মী বলে পরিচিত। গুলি চালানো হয় বলেও অভিযোগ। যদিও, গুলি চালানোর প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি পুলিশের (Police)। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই হামলায় বিজেপি জড়িত বলে অভিযোগ নৈহাটির বিধায়ক ও কাউন্সিলরের।

শুক্রবার, দুপুরে সন্তোষ যাদব (Santosh Yadav) অটো করে যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত রাজেশ ও তাঁর দলবল সন্তোষকে দেখতে পেয়ে অটো থেকে নামিয়ে চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পড়ে গেলে, সন্তোষকে পাথর দিয়ে থেঁতলে মারা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তৃণমূল (TMC) কর্মীকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বিধায়ক সনৎ দে-র অভিযোগ, “সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী ছিল। বাড়ি ফিরছিল। সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালিয়েছে।” তাঁর কথায়, অর্জুন সিং-এর আশ্রিত দুষ্কৃতী রাজেশ সাউ, চিন্টু সিং-সহ একাধিক দুষ্কৃতী ঘিরে ধরে সন্তোষকে ৪ রাউন্ড গুলি করে।

এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত সন্তোষেক মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে, মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয় । অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজেশকে মদত দিতেন অর্জুন সিং। তৃণমূলের অভিযোগ, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ রাজেশ সাউয়ের চক্ষুশূল হয়ে উঠেছিলেন সন্তোষ। তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা দীর্ঘদিনের।

তবে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অর্জুন সিং বলেন, বছর দেড়েক আগে রাজেশের উপর হামলা চালিয়েছিলেন সন্তোষই! তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ডগুলি চালিয়েছিলেন। রাজেশের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল, মারধর করা হয়েছিল। সেই ঘটনার জেরে, নৈহাটি থানায় অভিযোগ জমা পড়েছে। বদলা নিতেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...