দেউলটি স্টেশনে রেল অবরোধ, স্থানীয়দের বিক্ষোভে ভোগান্তি হাওড়া- খড়গপুর শাখার যাত্রীদের

আন্ডারপাস তৈরির দাবিতে হাওড়া-খড়গপুর (Howrah Kharagpur route) লাইনের দেউলটি স্টেশনে রেল অবরোধ (Rail blockade in Deulti Station)। সকাল ন’টা থেকে স্থানীয়দের বিক্ষোভে লোকাল, এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন মাঝপথে আটকে পড়েছে। রবিবার এমনিতেই ট্রেন কম তার উপর এভাবে রেল অবরোধে ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে দেউলটি এবং কোলাঘাট স্টেশনের মাঝে রেললাইন পারাপার করে স্থানীয়রা যাতায়াত করেন। সম্প্রতি এলাকার বাসিন্দাদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। যাতে সমস্যায় পড়ছেন নাকোচ, জলপাই এবং ওরফুলি এলাকার মানুষ। রবিবার লোহার বেড়া দিয়ে রাস্তা বন্ধের কাজ করছিল রেল কর্তৃপক্ষ। তখনই বিক্ষোভ দেখিয়ে আন্ডারপাসের দাবিতে লাইনের উপর বসে পড়েন স্থানীয়রা। করমণ্ডল, গীতাঞ্জলি, ধৌলি এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন। আটটি লোকাল ট্রেনও আটকে পড়ে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছে রেল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলতে পেরেছেন এবং ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে বলে জানা গেছে ।